Advertisment

আইপিএল ২০১৮: পাণ্ডিয়ার ছোড়া বলে মারাত্মক চোট পেলেন ঈশান, ভিডিও দেখুন

মঙ্গলবার ওয়াংখেড়েতে মারাত্মক জখম হলেন মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষাণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Ishan Kishan Ball Hits Near His Right Eye

পাণ্ডিয়ার ছোড়া বলে মারাত্মক চোট পেলেন ঈশান

মঙ্গলবার ওয়াংখেড়েতে মারাত্মক জখম হলেন মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষাণ। লং-অন থেকে ছুটে এসে ইশানের দিকে বল ছুড়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিকের ছোড়া বল অপ্রত্যাশিতভাবে বাউন্স করে ঈশানের চোখের পাশে এসে সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন বছর উনিশের এই ক্রিকেটার। ঘটনাটি ঘটে ম্যাচের ১৩ নম্বর ওভারে। এরপরেই কিষাণকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় শুশ্রূষার জন্য।

Advertisment

ক্য়ামেরায় দেখা গেছে, ঈশানের চোখের পাশের অংশ লাল হয়ে ফুলে গেছে। বাইরে থেকেই বোঝা যাচ্ছিল যে, ভালই আহত হয়েছেন তিনি। ঈশানের পরিবর্তে উইকেটের পিছনে দায়িত্ব সামলাতে  আসেন মুম্বইয়ের রঞ্জি অধিনায়ক আদিত্য তারে। ময়ঙ্ক মারকাণ্ডের বলে তিনি আরসিবি-র সরফরাজ খানকে স্টাম্প করেন। মুম্বইয়ের জার্সিতে ঈশানের বেশ কয়েকটা ম্যাচ না-খেলারই সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ঈশানের চোট তেমন গুরুতর নয়।  সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, “ দুর্ভাগ্যবশত, আমার সঙ্গে ম্যাচের পর আর ঈশানের সঙ্গে দেখা হয়নি। আমি পুরস্কারবিতরণী অনুষ্ঠান থেকেই সরাসরি সাংবাদিক বৈঠকে চলে এসেছি। আমার মনে হল ও ঠিকই আছে। ওর চোখ একটু ফুলে রয়েছে। আমাদের পরের ম্যাচ ২২ তারিখ। তিন-চারদিন সময় আছে এখনও। আশা করি ও তার মধ্যেই ঠিক হয়ে যাবে।”

এদিন মুম্বইয়ের কাছে ৪৬ রানে হারে আরসিবি। ওয়াংখেড়েতে টস জিতে রোহিতদের ব্যাট করতে পাঠান কোহলি। এভিন লুইস (৪২ বলে ৬৫) ও রোহিতের (৫২ বলে ৯৪) চওড়া ব্যাটে ভর করে মুম্বই ছয় উইকেট হারিয়ে ২১৩ তোলে। জবাবে আরসিবি আট উইকেট হারিয়ে ১৬৭ রানে গুটিয়ে যায়। এদিন বেঙ্গালুরুর হয়ে একাই লড়লেন ক্যাপ্টেন কোহলি। কারোর সঙ্গই পাননি তিনি।

IPL 2018
Advertisment