Advertisment

ঈশান-কোহলির ঝড়ে উড়ে গেল বাংলাদেশ! চট্টগ্রামে ডাকাতি করে জিতল ভারত

ঈশান কিষান, বিরাট কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে ধুয়েমুছে সাফ হয়ে গেল বাংলাদেশ

author-image
Subhasish Hazra
New Update
NULL

ভারত: ৪০৯/৭
বাংলাদেশ: ১৮৩/১০

Advertisment

নিয়মরক্ষার ম্যাচ ছিল। সেই ম্যাচকেই পাড়ার ক্রিকেট স্তরে নামিয়ে এনে ভারত অবশেষে জয়ের খাতা খুলল। ঈশান কিষানের ডাবল সেঞ্চুরি এবং বিরাট কোহলির সেঞ্চুরির দাপটে ভারত ওয়ানডের ইতিহাসে নিজেদের চতুর্থ সর্বোচ্চ রান তুলে ফেলেছিল। ভারতের ৪১০ রান তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ১৮৩ রানে। ২২৭ রানের ব্যবধানে জিতে ভারত সিরিজে ২-১ করে ফেলল।

কোহলি পন্টিংকে পেরিয়ে যাওয়া ৭২তম শতরান করে গেলেন চট্টগ্রামে। অন্যদিকে, ঈশান কিষান একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নজির গড়ে যান। বিশাল রানের পাহাড় খাড়া করার পরে ভারতের জয় ছিল সময়ের অপেক্ষা। বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ শেষমেশ গুটিয়ে যায় ১৮৩-এ।

আরও আসছে…

Bangladesh Cricket Indian Cricket Team
Advertisment