Advertisment

Ishan Kishan : কোচ দ্রাবিড়ের আদেশ সরাসরি অমান্য ঈশানের! কিষানের কেরিয়ারে তালা পড়া এখন সময়ের অপেক্ষা

Rahul Dravid advice to Ishan Kishan : কোচ দ্রাবিড় রঞ্জিতে (Ranji Trophy 2024) ঈশানকে পারফর্ম করার পরামর্শ দিলেও ঈশান আপাতত ঝাড়খণ্ডের হয়ে খেলছেন না। সৌরাষ্ট্র, মহারাষ্ট্রের বিপক্ষে প্ৰথম দুই ম্যাচে খেলেননি। তৃতীয় রাউন্ডে সার্ভিসেস ম্যাচেও খেলছেন না তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ishan Kishan, Rahul Dravid, Team India

Ishan Kishan Ranji Trophy: ঈশানকে নিয়ে সমস্যা আরও বাড়ছে (টুইটার)

Team India: ঈশান কিষানকে (Ishan Kishan) নিয়ে টিম ইন্ডিয়ায় ধোঁয়াশা অব্যাহত। আফগানিস্তান সিরিজে কেন বাদ পড়লেন তরুণ উইকেটকিপার ঈশান কিষান? কোচ রাহুল (Rahul Dravid) সরাসরি বলে দিয়েছিলেন, শৃঙ্খলা ভঙ্গের কোনও প্ৰশ্নই নেই। ঈশান দক্ষিণ আফ্রিকা সফরে ছুটি চেয়েছিলেন। তাই তাঁর ছুটি মঞ্জুর করা হয়েছে। আফগানিস্তান সিরিজের জন্য ও নিজেকে প্রস্তুত ঘোষণা করেনি। ও প্রস্তুত থাকলে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে টিম ইন্ডিয়ায় ফিরবে।

Advertisment

কোচ দ্রাবিড় রঞ্জিতে ঈশানকে পারফর্ম করার পরামর্শ দিলেও ঈশান আপাতত ঝাড়খণ্ডের হয়ে খেলছেন না। সৌরাষ্ট্র, মহারাষ্ট্রের বিপক্ষে প্ৰথম দুই ম্যাচে খেলেননি। তৃতীয় রাউন্ডে সার্ভিসেস ম্যাচেও খেলছেন না তিনি। ঝাড়খন্ড ক্রিকেট দলের সঙ্গেও বলা হয়েছে, ঈশান রঞ্জিতে খেলার ইচ্ছাপ্রকাশ করেননি। তিনি রাজি থাকলেই খেলানো হবে তাঁকে।

বোর্ডের রোষানলে পড়েছেন ঝাড়খন্ডি তারকা। আফগানিস্তান সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াডেও জায়গা পাননি ঈশান। প্ৰথম দুই টেস্টে রাখা হয়নি তাঁকে। শেষ তিন টেস্টেও যে তাঁকে ফেরানো হবে তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: শনিবার-ই ভারত-বাংলাদেশ ধুন্ধুমার ক্রিকেট বিশ্বকাপে! কখন, কোথায়, কোন চ্যানেলে ফ্রিতে দেখবেন, জানুন বিস্তারিত

টি২০-তে জিতেশ শর্মা এবং ওয়ানডে এবং টেস্টে বোর্ডের প্ৰথম পছন্দের যথাক্রমে কেএল রাহুল। যদিও ইংল্যান্ড সিরিজে ঘরের মাঠে কেএস ভরতকে উইকেটের পিছনে দেখা যাবে। এমনকি টেস্টে নবাগত হিসাবে অন্তর্ভুক্তি ঘটেছে জুরেল-এর। সঞ্জু স্যামসনকেও আফগানিস্তানের বিপক্ষে শেষ টি২০-তে সুযোগ দেওয়া হয়েছে। ঋষভ পন্থ-ও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন আইপিএলের মাধ্যম।

প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে ঈশান কিষানের কেরিয়ার আপাতত বেশ সঙ্কটে। মানসিক অবসাদের কারণে ছুটি নিয়ে ঈশান দুবাইয়ে বার্থডে পার্টি এবং টিভি শোয়ে হাজির থাকার কারণে বোর্ডের বিরাগভাজন হয়েছিলেন তিনি।

দ্রাবিড়ের নির্দেশ উপেক্ষা করায় ঈশানের ভবিষ্যৎ আপাতত কোন পথে, সেটাই দেখার।

Rahul Dravid Ranji Trophy Indian Cricket Team Indian Team Ishan Kishan
Advertisment