Ishan Kishan, Kamran Akmal: মানসিক ক্লান্তির কথা বলে ঈশান কিষাণ যেভাবে ভারতীয় দল থেকে অব্যাহতি চেয়েছেন, সেই বিতর্ক উসকে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার কামরান আকমল। তাঁর মতে, একইরকম ক্লান্তি অনুভব করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহরা। তাহলে, ঈশান কিষাণের জন্য সেই ক্লান্তি এত বেশি হল কেন?
এই ব্যাপারে আকমল বলেন, 'মানসিক অবসাদ সামাল দিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড থেকে ইশান কিষাণকে অব্যাহতি দেওয়ার কথা উঠেছে। কিন্তু, আপনার কেরিয়ারের প্রথম পর্যায়ে কি আপনি কখনও মানসিক ক্লান্তির শিকার হতে পারেন? এই দলে, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রিত বুমরাহরা আছেন। তাঁরা ক্লান্তি মোকাবিলা করছেন। তাঁরা আইপিএল, টেস্ট ম্যাচ-সহ আন্তর্জাতিক ম্যাচগুলো খেলছেন। এই কারণে (মানসিক ক্লান্তি) খেলোয়াড়দের বিরতি নেওয়ার কথা কখনও শুনিনি।'
ঈশানকে নিয়ে এই বিতর্কের কারণ, দক্ষিণ আফ্রিকা সফরে মানসিক ক্লান্তির জন্য দলের কাছে বিশ্রাম চেয়েছিলেন ঈশান। তাঁর সেই সিদ্ধান্তকে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা সমর্থন করেছেন। বিসিসিআই ঈশানের নাম প্রত্যাহারকে ব্যক্তিগত কারণ হিসেবে দেখিয়েছে। ঈশানের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে ঢোকেন কেএস ভরত। যদিও মানসিক ক্লান্তিতে দেশে ফেরার বদলে কিষাণকে দুবাইয়ে দেখা গিয়েছে বলেই খবর। যা এই ভারতীয় ক্রিকেটারের জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
ঈশানের ছুটি চাওয়ার কথা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি একইসঙ্গে জানিয়েছেন, কিষাণের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে জাতীয় দলে পুনরায় ঈশান কিষাণের নির্বাচিত হওয়ার মধ্যে কোনও প্রভাব পড়বে না। ভবিষ্যতে কিষাণ জাতীয় দলে ফিরবেন, সেই সম্ভাবনাও দ্রাবিড় উড়িয়ে দেননি। একইসঙ্গে দ্রাবিড় আশা প্রকাশ করেছিলেন যে, কিষাণ শীঘ্রই ঘরোয়া ক্রিকেটে ফিরবেন। এই পরিস্থিতিতে ভারতীয় দলের চলতি আফগানিস্তান সিরিজ এবং তার পরবর্তী ইংল্যান্ড সিরিজে কিষাণকে রাখা হয়নি।
আরও পড়ুন- টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হোক অশ্বিনকে, কলকাতায় বসে ভয়ঙ্কর ছোবল যুবরাজের
তবে, কামরান আকমল মনে করেন যে ঈশানকে জাতীয় দল থেকে দূরে রেখে নির্বাচক কমিটি ভালো কাজই করেছে। এটা সেই সব তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে একটি বার্তা, যাঁরা আইপিএলের জন্য জাতীয় ক্রিকেট দল থেকে বিরতি নেওয়ার চেষ্টা করছেন।
এই ব্যাপারে আকমল বলেন, 'আপনি দু'মাসের আইপিএলের জন্য নিজেকে বাঁচাচ্ছেন। ভারতীয় দলে খেলা অনেক বড় বিষয় এবং এই অজুহাত আমার বোধগম্য নয়। আমি মনে করি, ঈশান কিষাণকে এই দল থেকে দূরে রেখে নির্বাচক কমিটি ঠিক কাজই করেছে। তাঁকে আপাতত বিশ্রাম দেওয়া উচিত। তারপর ঘরোয়া ক্রিকেট খেলতে দেওয়া উচিত। এটি খেলোয়াড়দের জন্য একটি বার্তা হওয়া উচিত, যে তাঁরা মানসিক অবসাদের কারণে যখন তখন বিশ্রাম চাইতে পারেন না। জাতীয় দলের হয়ে খেলা একটা জাতীয় কর্তব্য। আপনি চাইলেই এভাবে বিশ্রাম চাইতে পারেন না।'