Advertisment

Ishan Kishan interview: জাতীয় দল থেকে বাদ পড়ে কেরিয়ারই বোধহয় ধ্বংস, মুখ খুলে জয় শাহদের বোমা ঈশানের

Ishan Kishan comeback: ঈশান কিশান বলেছেন যে তার পরিবার এবং কাছের কয়েকজন ব্যক্তি বাদ দিয়ে, কেন তাঁর বিরতি দরকার তা বোঝার চেষ্টা করেনি কেউ।

author-image
IE Bangla Sports Desk
New Update
BCCI contracts, Ishan Kishan

Ishan Kishan: কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ঈশান কিষান (টুইটার)

Ishan Kishan on his mental break: শনির দৃষ্টি যেন পড়েছে ঈশান কিষানের ওপর। জাতীয় দলের বৃত্ত থেকে গত ছয় মাসে একদম দূরে সরে গিয়েছেন তারকা কিপার-ব্যাটার। প্ৰথমে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। তারপর তিন ফরম্যাট থেকেই জাতীয় দলের বাইরে সরিয়ে দেওয়া হয়েছে ঈশানকে।

Advertisment

গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন মানসিক অবসাদের কারণ দেখিয়ে জাতীয় দল থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। তারপর এখনও তাঁকে ফেরানো হয়নি তাঁকে। এর মধ্যে আইপিএলে খেললেও প্রভাব ফেলার মত পারফর্ম করতে পারেননি ঝাড়খণ্ডের কিপার-ব্যাটারকে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শেষ পর্যন্ত মুখ খুললেন বিধ্বংসী কিপার-ব্যাটার। যা বলেছেন পরপর:

"আর কোনও বিষয়ে দুঃখিত হব না। সবসময়। নিজের সেরাটাই দেব।"

"এটা ভীষণ হতাশার ছিল (বাদ পড়া)। আজকে দাঁড়িয়ে বলতে চাই না যে সবকিছুই ঠিকঠাক ছিল। পুরো বিষয়টি মোটেই আমার কাছে সহজ ছিল না। অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। মাথায় সবসময় চলছিল, কোথা থেকে কী হয়ে গেল! কেন হল, আমার সঙ্গেই কেন হল!"

কেন হঠাৎ জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, সেই বিষয়-ও ব্যাখ্যা করেছেন তিনি। সাক্ষাৎকারে বলেছেন, "আমি রানের মধ্যেই ছিলাম। হঠাৎ করেই রিজার্ভ বেঞ্চে বসে যেতে হয়েছিল। দলগত খেলায় এমন ঘটতেই পারে। তবে আমাকে যাতায়াত সংক্রান্ত ক্লান্তি গ্রাস করছিল। মনে হচ্ছিল কোথাও একটা ভুল হচ্ছে। ভাল লাগছিল না। তাই ব্রেক চেয়েছিলাম। তবে দুঃখের ব্যাপার হল, আমার পরিবার এবং ঘনিষ্ট কিছু বন্ধুবান্ধব ছাড়া কেউ বিষয়টি বুঝলই না।"

বোর্ডের নির্দেশ উপেক্ষা করে রঞ্জিতে ঝাড়খণ্ডের হয়ে কেন খেললেন না, সেই বিষয়ও ব্যাখ্যা দিয়েছেন ঈশান, "আমি ব্রেক নিয়েছিলাম। ভেবেছিলাম এটা একদম স্বাভাবিক ঘটনা। তবে এখন নিয়ম হয়েছে, জাতীয় দলে প্রত্যাবর্তন করতে হলে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে হবে। এটা খুব সহজ নিয়ম। তবে এটা আমার কাছে অর্থহীন। এখন ঘরোয়া ক্রিকেট খেলা ভীষণই আলাদা বিষয়। আমি মানসিকভাবে সঠিক জায়গায় ছিলাম না। তাই ব্রেক নিয়েছিলাম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্রেক নিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা আমার কাছে অর্থহীন লেগেছিল। তাহলে তো আমি আন্তর্জাতিক ক্রিকেট-ই খেলতাম।"

Team India Indian Team Ishan Kishan BCCI Indian Cricket Team
Advertisment