Advertisment

Ishan Kishan: ঝুঁকেছিল BCCI, জয় শাহের বোর্ডকে ফের অপমান করেন ঈশান! অবাধ্য তারকার চরম কাহিনী আবার ফাঁস

Ishan Kishan BCCI central contracts: বোর্ডের তরফে নাকি ঈশান কিষানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ইংল্যান্ড সিরিজ শুরুর ঠিক আগেই। প্রস্তাব দেওয়া হয় খেলার। তবে বোর্ডের আবেদন পত্রপাঠ নাকচ করে দেন ঈশান কিষান। এমনটাই জানানো হয়েছে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে। দক্ষিণ আফ্রিকা সফর থেকে মানসিক অবসাদের কারণ দেখিয়ে ফিরে এসেছিলেন ঈশান।

author-image
IE Bangla Sports Desk
New Update
BCCI contracts, Ishan Kishan

Ishan Kishan: কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ঈশান কিষান (টুইটার)

BCCI central contracts: শ্রেয়স আইয়ার, ঈশান কিষান কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। নতুন খবর নয়। গত বুধবার থেকে বোর্ডের সিদ্ধান্ত হৈচৈ ফেলে দিয়েছে। সেই ঘটনা সপ্তাহ গড়াতে চললেও আলোচনা এখনও স্তিমিত হওয়ার কোনও লক্ষণই নেই।

Advertisment

এবার সেই আলোচনায় নতুন টুইস্ট। বোর্ডের তরফে নাকি ঈশান কিষানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ইংল্যান্ড সিরিজ শুরুর ঠিক আগেই। প্রস্তাব দেওয়া হয় খেলার। তবে বোর্ডের আবেদন পত্রপাঠ নাকচ করে দেন ঈশান কিষান। এমনটাই জানানো হয়েছে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে। দক্ষিণ আফ্রিকা সফর থেকে মানসিক অবসাদের কারণ দেখিয়ে ফিরে এসেছিলেন ঈশান। এরপরে কোচ রাহুল দ্রাবিড় সরাসরি বলেছিলেন, জাতীয় দলে ফিরতে হলে ঈশানকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই ফিরতে হবে। এমনকি বোর্ড সচিব জয় শাহ প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেট না খেললে ফলাফল হবে মারাত্মক।

তবে বারংবার এই হুঁশিয়ারিতেই কর্ণপাত করেননি ঈশান, শ্রেয়স দুজনেই। বরং ফিট হলেও রঞ্জিতে রাজ্য দলের হয়ে খেলতে চাননি দুজন। ঘটনা হল, বোর্ড নমনীয়ই ছিল। ঋষভ পন্থের চোট। কেএস ভরত টানা সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ। এদিকে, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মারা টি২০ স্পেশ্যালিস্ট। এমন অবস্থায়, পরিস্থিতির দাবি মেনে, বোর্ডের তরফে যোগাযোগ করা হয় ঈশানের সঙ্গে। ইংল্যান্ড সিরিজে খেলার প্রস্তাবও দেওয়া হয়। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, অবাধ্য ঈশান নাকি বোর্ডকে পাল্টা জানিয়ে দেন, তিনি মাঠে ফিরতে এখনও প্রস্তুত নন। তারপরেই ধ্রুব জুরেলকে ডেকে নেওয়া হয় টিম ইন্ডিয়ায়। প্ৰথমবার।

কেএস ভরত প্ৰথম দুই টেস্টেই ব্যর্থ হওয়ার পর টিম ম্যানেজমেন্ট আর দেরি করেনি। অপরীক্ষিত ধ্রুব জুরেলের হাতে রাজকোটে অভিষেক ক্যাপ তুলে দেওয়া হয়। আর সেই ফাটকাতেই বাজিমাত করেছে ভারত। রাজকোটে ভরসা জোগানোর পর ধ্রুব রাঁচিতে ধোনির শহরে নতুন ধোনি হিসাবে আবির্ভূত হয়েছেন। কার্যত খাদ্যের কিনারা থেকে দুই ইনিংসেই ব্যাট করে দলকে জিতিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: এই কারণেই সরফরাজকে বাতিল করেছে দিল্লি! IPL শুরুর আগেই গোপন কথা ফাঁস সৌরভের

সামনেই টি২০ বিশ্বকাপ। তার আগে আইপিএল। ঈশান কিষান টিম ইন্ডিয়ার সীমিত ওভারের ফরম্যাটের স্পেশ্যালিস্ট। শ্রেয়স আইয়ার আবার তিন ফরম্যাটেই প্ৰথম একাদশে খেলেন। তবে বোর্ডের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে বিশ্বকাপের আগে নিজেদের অবস্থান আরও দুর্বল করে ফেললেন দুজনে। এমনকি সাম্প্রতিক ঘটনাপ্রবাহ অনুযায়ী, দুজনের কেরিয়ার নিয়েই শঙ্কিত হওয়ার পুরো সম্ভবনা রয়েছে। শ্রেয়স-ঈশানকে নিয়ে বোর্ডের আগামীর পরিকল্পনা কী, তা বোঝা যাবে কয়েকদিনের মধ্যেই।

BCCI Indian Cricket Team Indian Team Ishan Kishan
Advertisment