ঈশান কিষান সহ কেন্দ্রীয় চুক্তিতে থাকা বেশ কয়েকজন তারকা আগামী সপ্তাহেই এনসিএ-তে যোগদান করছেন। ওয়েস্ট ইন্ডিজে পূর্ণ সফরে রওনা হওয়ার আগে স্ট্রেন্থ এবং কন্ডিশনিং ট্রেনিং ক্যাম্প শুরু হচ্ছে। সেখানেই যোগ দেবেন ঈশান কিষান সহ জাতীয় দলের বেশ কয়েকজন।
১২ জুলাই থেকে ক্যারিবিয়ান সফরে ভারত দুটো টেস্ট, তিনটে ওয়ানডে এবং পাঁচটা টি২০ খেলবে। ঘটনা হল, যখন দুটো সিরিজের মধ্যে বেশ কয়েক সপ্তাহ ব্যবধান থাকে, সেই সময় কেন্দ্রীয় চুক্তিতে থাকা বোর্ডের টার্গেটের তারকারা ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ না করলে এনসিএ-তে ডেকে নেওয়া হয় তাঁদের ফিটনেসের স্ট্যাটাস জানার জন্য।
জুনের ২৮ থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত দলীপ ট্রফির আসর বসছে বেঙ্গালুরুতে। এর আগে সংবাদসংস্থার তরফে জানানো হয়েছিল, ঈশান কিষান ঘরোয়া স্তরে লাল বলের ক্রিকেট খেলতে চাইছেন না। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল প্ৰথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে মধ্যাঞ্চলের বিপক্ষে। ক্যারিবীয় সফরে রওনা হওয়ার আগে ঈশান কিষানের কাছে সুযোগ ছিল দলীপের প্ৰথম ম্যাচে খেলার। দলীপে ভালো পারফর্ম করলে টিম ইন্ডিয়ার একাদশে ঢোকার দাবি আরও জোরালো করতে পারতেন ঈশান। বিশেষ করে ঋষভ পন্থের অনুপস্থিতিতে যখন কেএস ভরত রীতিমত হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ঈশান কিষান নয়, প্ৰথম একাদশে জায়গা পেয়েছিলেন শ্রীকর ভরত।
তবে কয়েকদিন আগে নির্বাচকদের কাছে সরাসরি দলীপে খেলার বিষয়ে অনীহা প্রকাশ করেছেন ঈশান কিষান। তারপরেই জাতীয় দলে যে কোনও ফরম্যাটে কিষানের খেলার ইচ্ছা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।
তবে এমন সিদ্ধান্ত নিয়েও শাস্তির মুখে পড়তে হচ্ছে না তাঁকে। বর্তমানে ঋষভ পন্থের পর যে কোনও ফরম্যাটে আপাতত ঈশানকেই দ্বিতীয় পছন্দের উইকেটকিপার-ব্যাটার ভাবা হচ্ছে। এই পজিশনে বেশি অপশন না থাকায় নির্বাচকদের কাছে ঈশানকে ছাড়া আর কোনও উপায়ও নেই। বিশেষ করে আরোই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেএস ভরতের হতশ্রী পারফরম্যান্স দেখার পর।
তারকা ক্রিকেটারের এক সূত্র জানিয়েছেন, "জাতীয় দলের নিয়মিত সদস্য ঈশান কিষান। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ভারতে ফিরে অল্প সময়ের জন্য বিরতি নিয়েছিলেন উনি। পরের সপ্তাহের শুরুতেই ঈশান এনসিএ ক্যাম্পে যোগ দেবেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি শুরু করে দেবেন।"
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করলেও বেশ কিছু মহলে এমন প্রশ্ন-ও উঠছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো টেস্টের প্ৰথম একাদশে জায়গা পেলেও ঈশান ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ দিনের ক্রিকেটে নামবেন দু-মাসের ওপর কোনও পর্যায়ের ক্রিকেটে অংশ না নিয়েই। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স-এর শেষ প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেট খেলেছিলেন ২৬ মে। যদি টেস্টে না খেলার জন্য নির্বাচিত হন, তাহলে ঈশানকে পুনরায় দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। বার্বাডোজের কেনসিংটন ওভালে যা একদিনের সিরিজ শুরু হচ্ছে ২৭ জুলাই থেকে।