Ishan Kishan Buchi Babu Trophy: লাল বলের ক্রিকেটে অবশেষে প্রত্যাবর্তন করলেন ঈশান কিষান। আর বুচিবাবু টুর্নামেন্টে ঝাড়খণ্ডের তারকা কিপার-ব্যাটার সাইক্লোন তুলে তিরুনেভেলিতে শতরান করে গেলেন মধ্যপ্রদেশের বিপক্ষে।
এই টুর্নামেন্টে ঝাড়খণ্ডের হয়ে নেতৃত্ব দিচ্ছেন ঈশান কিষান। ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তারকা। মধ্যপ্রদেশ ২২৫ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছিলেন ঈশান কিষান। ইনিংসের শুরুতে সতর্ক ছিলেন। হাফসেঞ্চুরি করতে নিয়ে ফেলেছিলেন ৬১ বল। তারপরেই রুদ্রমূর্তি ধরেন তিনি।
এরপরে বাকি ইনিংসে তান্ডব চালান তিনি। ৩৯ বলের মধ্যে ছক্কা হাঁকান ৯ টি। ৮৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ঈশান কিষানের ইনিংসের সৌজনেই মধ্যপ্রদেশের ইনিংস পেরিয়ে যায় ঝাড়খন্ড। শেষ পর্যন্ত ১০৭ বলে ১১৪ রান করে যান তিনি। পাঁচটা বাউন্ডারির পাশাপাশি ১০টা ওভার বাউন্ডারি হাঁকান।
কয়েক মাস আগেও টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য ছিলেন তিনি। ২০২৩-এ দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে মানসিক বিশ্রাম চেয়েছিলেন বোর্ডের কাছে। তারপর ক্রমশ একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন। শেষমেশ জাতীয় দলের জায়গা হারিয়ে ফেলেন।
ফেব্রুয়ারিতে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও ঈশান কিষান এবং শ্রেয়স আইয়ার বাদ পড়েন। বোর্ডের নির্দেশ অমান্য করে ঘরোয়া টুর্নামেন্ট না খেলার জন্যই শাস্তির মুখে পড়তে হয় তাঁকে। এরপরে মুম্বই ইন্ডিয়ান্স-এর জার্সিতে ১৪ ম্যাচে একটা হাফসেঞ্চুরি সমেত ৩২০ রান করেছিলেন।
কেন জাতীয় দল থেকে বিশ্রাম নিয়েছিলেন, ঈশান কিষান ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে মুখ খুলে বলেছিলেন, "আমি ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছিলাম, তা সত্ত্বেও নিয়ম করে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হচ্ছিল। দলগত খেলায় এমনটা হতেই পারে। তবে আমার ট্র্যাভেল ফ্যাটিগ গ্রাস করছিল। কোথাও একটা ভুল হচ্ছিল। সেই কারণে বিশ্রাম নিয়েছিলাম। দুঃখের বিষয়, আমার পরিবারের ঘনিষ্ঠরা বাদে কেউই আমার অবস্থা বুঝতে পারেননি।
শেষবার ঈশান কিষান টিম ইন্ডিয়ার জার্সিতে খেলেছিলেন ২০২৩-এর নভেম্বরে। গত বছর জুলাইয়ে খেলেন শেষ আন্তর্জাতিক টেস্ট। আগামী মাসে দলীপ ট্রফির স্কোয়াডে ঈশান কিষানের নাম ঘোষণা করেছেন জাতীয় নির্বাচকরা। গ্রুপ-ডিতে তিনি খেলবেন শ্রেয়স আইয়ারের নেতৃত্বে।