Ishan Kishan-Lasith Malinga: শুধু বোলিং অ্যাকশনই নয়। কিংবদন্তি কোচ লাসিথ মালিঙ্গার চুলও নকল করলেন ঈশান কিষাণ। সামনেই হোলি। সেই উপলক্ষে এক বিশেষ ধরনের পরচুলা পরার চল ইদানিংকালে তৈরি হয়েছে। যা দেখতে অনেকটা লাসিথ মালিঙ্গার চুলের মত। এবার সেই পরচুলা পরেই বোর্ডের চুক্তি থেকে সদ্য বাদ পড়া ইশান কিষানকে দেখা গেল মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে।
আর কয়েকদিন পরেই এবারের আইপিএল শুরু হতে চলেছে। ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়রা সেই কারণে জোরকদমে অনুশীলন শুরু করেছেন। মালিঙ্গা এই দলেরই বোলিং কোচ। দীর্ঘদিন ধরে মুম্বইয়ে ছিলেন। পরে রাজস্থান রয়্যালসে অল্প সময়ের (২০২২-২৩) জন্য গেলেও ফিরে এসেছেন পুরোনো ফ্র্যাঞ্চাইজিতেই। সেই শিবিরেই দেখা গেল ইশানকে তাঁর কোচের চুল আর বোলিং অ্যাকশন নকল করতে।
যা দেখে মালিঙ্গা নিজেও হেসে উঠলেন। এই ঘটনা ভিডিও আকারে প্রকাশ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সঙ্গে ক্যাপশনে লিখেছে, 'মালিঙ্গা বননে কা তরিকা বহুত ক্যাজুয়াল হ্যায়, ঈশান ভাই।' লাসিথ মালিঙ্গার বোলিং অ্যাকশন তাঁর খেলোয়াড় জীবনে বরাবরই চর্চায় থেকেছে। এনিয়ে বারবার আপত্তিও উঠেছে। অভিযোগ উঠেছে, মালিঙ্গা কার্যত ছুড়ে বল করেন। তারপরও কিংবদন্তি শ্রীলঙ্কান ক্রিকেটারের সাফল্য আন্তর্জাতিক দুনিয়ায় তাক লাগানোর মত।
এহেন কিংবদন্তি ক্রিকেটারকেই কোচ হিসেবে পেয়েছেন ঈশানরা। এবারের আইপিএলে তরুণ ভারতীয় ক্রিকেটার নিজেকে মেলে ধরতে চান। কারণ, বোর্ড আগেই জানিয়ে দিয়েছে, আইপিএলে ভালো খেললে, জাতীয় দলে ফের সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর, ঈশান তো এই আইপিএল খেলার জন্য একদম মুখিয়ে আছেন। কারণ, ২০২২-এর পর এটাই তাঁর বড় প্রতিযোগিতামূলক আসরে নিজেকে মেলে ধরার সুযোগ। জাতীয় দলের হয়ে বিভিন্ন সফরে তাঁকে প্রায় বসে বসেই কাটাতে হয়েছে।
কয়েক মাস আগে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই তিনি মানসিক ক্লান্তির কথা বলে দেশে ফিরে এসেছিলেন। যা দেখে রীতিমতো খেপে গিয়েছিলেন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় থেকে অধিনায়ক রোহিত শর্মারা। দ্রাবিড় তো স্পষ্ট বলেই দিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেটে ভালো খেললে ঈশানদের ফের জাতীয় দলে সুযোগ মিলতে পারে। তারপরও দেশে ফিরে নিজের রাজ্য ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি খেলতে দেখা যায়নি ঈশানকে। যার জেরে কার্যত সাজা হিসেবে বিসিসিআই তাঁকে বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছে। তবে, শুধু ঈশান একা নন, শ্রেয়স আইয়ারকেও চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- চাঁদ থেকে এসেছেন হার্দিক, তাই আলাদা নিয়ম জয় শাহদের! বোমা ফাটালেন এবার প্রবীণ কুমার
এই পরিস্থিতিতে মুম্বইয়ের শিবিরে যোগ দেওয়ার আগে ঈশানকে দেখা গিয়েছে, দলের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনুশীলন করতে। এবারই রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। যা নিয়ে নেহাত কম জলঘোলা হয়নি। এবার মুম্বই টিমে মালিঙ্গা ছাড়াও আরও দুই শ্রীলঙ্কান আছেন। তাঁরা হলেন- নুয়ান থুশারা এবং বাঁহাতি পেসার দিলশান মধুশঙ্কা। কয়েক মাস আগের একদিনের বিশ্বকাপে তাঁদের দেখা গিয়েছে। এই দুই খেলোয়াড়ই শুধু নন। টিমের অন্যান্য জুনিয়রদের কাছেও মালিঙ্গা জনপ্রিয়। আর, সেই কারণেই ঈশানকে নির্বিবাদে মালিঙ্গার বোলিং অ্যাকশন আর চুলের স্টাইল নকল করতে দেখা গেল বলেই দাবি মুম্বই ফ্র্যাঞ্চাইজির আধিকারিকদের।