Ishan Kishan future in Team India: আচমকা কী হল, যে ঈশান কিশান দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরলেন? তারপর থেকে ঈশানকে ক্রিকেট ময়দানের চৌহদ্দিতেও দেখা যাচ্ছে না। এই নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই ফাঁস হল আসল সত্যটা। ভাইজাগে দ্বিতীয় টেস্টের সমাপ্তির পরে কিশানের অনুপস্থিতির প্রশ্ন বারবার উঠে এসেছে। কারণ, ভারত উইকেটকিপার ব্যাটসম্যানের অভাব অনুভব করেছে। পাশাপাশি, টেস্ট সিরিজ এবং ঘরোয়া টুর্নামেন্ট, উভয়েই কিশান কেন অনুপস্থিত, সেই প্রশ্ন তুলেছেন ইরফান পাঠানের মত অনেকেই।
কিশান ভারতে ফেরার পর রঞ্জি ট্রফিতে তাঁর রাজ্য ঝাড়খণ্ড পাঁচটি ম্যাচ খেলেছে। তার একটিতেও কিশান কেন নেই, সেই প্রশ্নও ইতিমধ্যে উঠেছে। ভারতীয় ক্রিকেট দলের হেডস্যার রাহুল দ্রাবিড় অবশ্য নানাভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছেন। তিনি দাবি করেছেন, কিশান নিজেই দলের কাছে ছুটি চেয়েছিল। টিম ম্যানেজমেন্ট তাঁর ছুটি মঞ্জুর করেছে। শুধু এটুকু বলেই থেমে থাকেননি দ্রাবিড়। তিনি দাবি করেছেন, টিম ম্যানেজমেন্ট বারবার কিশানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। কিন্তু, কিশানকেই পাওয়া যায়নি। সেই কারণে কিশানের বিকল্প সন্ধান করেছেন নির্বাচকরা।
দক্ষিণ আফ্রিকা সফরে কিশানের প্রত্যাবর্তনের পর দ্রাবিড় বলেছিলেন, সকলেরই ফেরার পথ খোলা আছে। কিশান প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার পর জাতীয় দলে ফিরে আসতে পারে। কিন্তু, সেই পথ থেকে সরে এবার দ্রাবিড় জানিয়েছেন, তিনি প্রথম শ্রেণির ক্রিকেট বলতে ঘরোয়া ক্রিকেটের কথা বোঝাননি। পাশাপাশি দ্রাবিড় বলেছেন, 'যখন ও নিজেকে প্রস্তুত মনে করবে, তখনই যেন খেলতে আসে। এটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। আমরা এই ব্যাপারে ওকে কোনও চাপ দিচ্ছি না। আমরা শুধু জানি যে ও এখনও নতুন করে খেলা শুরু করেনি।'
এই পরিস্থিতিতেই সামনে এল কিশানের ভারতীয় দল থেকে সরে আসার আসল কারণ। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দক্ষিণ আফ্রিকা সফরে জিতেশ শর্মাকে টি-২০ ভারতীয় একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাতেই না-খুশ হয়ে ঈশান সফরের মাঝপথে দেশে ফিরে এসেছেন। তবে, এনিয়ে ঈশান কিশান এবং টিম ম্যানেজমেন্ট কেউই মুখ খোলেনি।
আরও পড়ুন- কোচ দ্রাবিড়কেই অবজ্ঞা তরুণ তুর্কির! একহাত নিয়ে পাল্টা বিস্ফোরণ পাঠানের
বর্তমানে ভারতে ইংল্যান্ড দল টেস্ট সিরিজ খেলছে। ভারতের পরের ম্যাচ হবে রাজকোটে। সেখানেও সম্ভবত কেএস ভরতকেই উইকেটের পিছনে দেখা যাবে। জিতেশ শর্মা বর্তমানে জাতীয় দলের টি-২০ নিজের জায়গাকে পাকা করতে লড়াই চালাচ্ছেন। প্রতিবেদনের রিপোর্ট সত্যি হলে, ঈশান কিশান যে সেক্ষেত্রে নিজেকে পায়েই কুড়ুল মেরেছেন, তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে আসন্ন আইপিএল এই ভারতীয় ক্রিকেটারদের নিজেকে উজাড় করে দেওয়ার মঞ্চ হতে চলেছে। কারণ, আইপিএলে ভালো খেললেই তার ভিত্তিতে টি-২০ বিশ্বকাপের দল গড়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছেন নির্বাচকরা।