scorecardresearch

ব্যাটে ইশান কিষানের ঝড়, দ্বিতীয় ওয়ানডে-তেও জয় ভারতীয়-এ দলের

মাত্র ২৪ বলে বিস্ফোরক ৫৫ রানের ইনিংসে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দেন তিনি। নিজের ইনিংসে ৫টা বাউন্ডারি সহ ৪টে ওভার বাউন্ডারিও হাকান ইশান কিষান।

ISHAN KISHAN
ব্যাটে ঝড় তুললেন ইশান কিষান (টুইটার)

প্রথম ওয়ান ডে-র পরে দ্বিতীয় ওয়ানডে-তেও জয়ের মুখ দেখল ভারত। বৃষ্টি আর ভিজে আউটফিল্ডের কারণে ম্যাচ পাঁচ ঘণ্টা পরে শুরু হয়েছিল। ২১ ওভারে নামিয়ে আনা হয়েছিল ম্যাচ। সেই ম্যাচেই ভারত অনায়াসে জিতল ইষান কিষানের দাপটে ভর করে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২১ ওভারে ১৬২ তুলেছিল। জবাবে ব্য়াট করতে নেমে এক ওভার বাকি থাকতে সেই রান তুলে দেয় ভারত।

ভারতের এই জয়ে নায়ক ইষান কিষান। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত একসময় ৫৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। রীতুরাজ গায়কোয়াড (১), শুভমান গিল (২১) এবং আনমোলপ্রীত সিং (৩০) প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরে রীতিমতো সমস্যায় পড়ে গিয়েছিল ভারতীয়-এ দল। সেখান থেকে উদ্ধারকার্য চালান ইষান কিষান। এরপরে মণীশ পাণ্ডে যখন ব্যক্তিগত ১৩ রানে ফিরে যান তখনও ভারত জয় থেকে অনেকটা দূরে। এরপরেই অবশ্য শুরু হয়ে যায় ইশান কিষান ধামাকা।

মাত্র ২৪ বলে বিস্ফোরক ৫৫ রানের ইনিংসে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দেন তিনি। নিজের ইনিংসে ৫টা বাউন্ডারি সহ ৪টে ওভার বাউন্ডারিও হাকান তিনি। ইশান কিষান আউট হয়ে যাওয়ার পরেও সাময়িক সমস্যা তৈরি হয়েছিল। পরপর ফিরে গিয়েছিলেন অক্ষর প্যাটেল, দীপক চাহার, শার্দুল ঠাকুররা। ডেথ ওভারে এক ওভারে স্কোরবোর্ডে ৬ রান যোগ করার ফাঁকেই তিন উইকেট হারায়। সেখান থেকে চাহালকে নিয়ে ফিনিশিং টাচ দেন ক্রুনাল পাণ্ডিয়া (১৫ বলে ২৩)।

তার আগে সাউথ আফ্রিকা-এ দলের হয়ে ব্য়াট হাতে সফল তেম্বা বাভুমা (৪৪) এবং জর্জ লিন্ডে (৫২)। হেনরিখ ক্লাসেন ৩১ করেন। এদিকে, চলতি দক্ষিণ আফ্রিকা-এ সিরিজে চোট পেয়ে বিজয়শঙ্কর ছিটকে যাওয়ার পরে ভারতীয়-এ দলে অন্তর্ভূক্ত করা হল শিখর ধাওয়ানকে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ishan kishans quickfire fifty helps india a team beat south africa a