নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একাই লড়েছিলেন। জেটল্যাগের ধাক্কা ঠিকমতো না সামলেই বল হাতে মাঠে ভেলকি দেখিয়েছিলেন তিনি। ইশান্ত শর্মা প্রথম ইনিংসে ৫ উইকেটও দখল করেছিলেন। সেই ইশান্তই সম্ভবত থাকছেন না ক্রাইস্টচার্চে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, দিল্লি রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে গিয়ে জানুয়ারির ২০ তারিখে চোট পেয়েছিলেন তারকা পেসার। সেই চোটের প্রভাবে নিউজিল্যান্ডে সফর থেকেও ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই চোটের জায়গাতেই পুনরায় চোট পেয়েছেন ইশান্ত।
দ্বিতীয় টেস্টে সম্ভবত থাকছেন না তারকা পেসার। উমেশ যাদব ইশান্তের পরিবর্তে প্রথম একাদশে ঢুকছেন। আর ইশান্তের পুনরায় চোট পাওয়ার পরেই ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ম্যানেজমেন্টের পরিচর্যার গলদ প্রকাশ্যে। গ্রেড থ্রি লিগামেন্ট টিয়ারের ক্ষেত্রে সাধারণত, দেড় মাস বিশ্রামের প্রয়োজন। তবে একমাসের মধ্যেই ইশান্ত মাঠে নেমে পড়েছেন। ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে এনসিএ ইশান্তকে ফিট বলেও ঘোষণা করে দিয়েছিল।
প্রথম টেস্টে দুরন্ত ইশান্ত শর্মা (টুইটার)
ঠিক তার চারদিন পরে ইশান্ত নেট অনুশীলনে ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে বোলিং করেছেন। শারীরিক ক্লান্তি নিয়ে খেলে ইশান্ত সহ বাকি পেসাররা সমস্যায় পড়েছিলেন বেসিন রিজার্ভের পিচে। ক্রমশ স্লো হতে চলা পিচে ঠিকমতো গতি বজায় রেখে বল করাই ছিল চ্যালেঞ্জ।
তবে ইশান্তের ক্ষেত্রে চ্যালেঞ্জের মাত্রাটা একটু বেশিই। তিন সপ্তাহ আগেও ৯৬ টেস্ট খেলা তারকা পেসারের প্রত্যাবর্তন ঘিরে সংশয় ছিল। রঞ্জি ট্রফিতে লিগামেন্ট ছিড়ে বিশ্রামে যেতে হয়েছিল তাঁকে। রিকভারি করেই প্রথম টেস্ট শুরু হওয়ার মাত্র ৭২ ঘণ্টা আগে পা রেখেছেন। জেট ল্য়াগের ধাক্কা সামলানোর আগেই নামতে হয়েছে বল হাতে।
ইশান্ত খেলতে না পারলে ক্রাইস্টচার্চে বড় সমস্যায় পড়তে চলেছে ভারত। জসপ্রীত বুমরা রিকভারির পরে এখনও সেরা ফর্মে নেই। মহম্মদ শামিও আবার অনেকটাই বিবর্ণ। ইশান্ত শর্মা ছিলেন পেস বিভাগে ভারতের সেরা বাজি। সেই ইশান্তের খেলা নিয়ে জোর সংশয়।
Read the full article in ENGLISH