Advertisment

গোড়ালিতে গুরুতর চোট, নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত ইশান্ত

বর্তমানে ভারতীয় দলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পেসার বিদর্ভের বিরুদ্ধে দিল্লির পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন, যে সময় ঘটে যায় দুর্ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Ishant Sharma injury

ইশান্ত শর্মা। ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি করলেন ইশান্ত শর্মা। সোমবার একটি রঞ্জি ট্রফি ম্যাচে খেলতে গিয়ে গোড়ালিতে বড় রকম চোট পেলেন ভারতের তারকা পেসার।

Advertisment

বর্তমানে ভারতীয় দলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পেসার বিদর্ভের বিরুদ্ধে দিল্লির পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন, যে সময় ঘটে যায় দুর্ঘটনা। বিদর্ভের ইনিংসের পঞ্চম তথা ইশান্তের তৃতীয় ওভারে চোট পান তিনি। ৩১ বছর বয়সী ইশান্তের চোটের গুরুত্ব কতটা তা এখনও জানা না গেলেও, সাপোর্ট স্টাফের সাহায্যে খুঁড়িয়ে মাঠ ছাড়ার সময় যথেষ্ট যন্ত্রণাকাতর দেখায় দীর্ঘদেহী পেসারকে।

আলটপকা আঘাতটি লাগে ফইজ ফজলের বিরুদ্ধে এলবিডব্লু-র আপিল করতে গিয়ে। স্বভাবসিদ্ধ চরম উত্তেজিত ভঙ্গিতে আপিল করতে গিয়ে নিজের ফলো-থ্রুতে পা পিছলে যায় ইশান্তের। যন্ত্রণায় ছটফট করতে থাকা বোলারকে সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর আগে বিদর্ভের প্রথম ইনিংসে ৪৫ রান দিয়ে তিন উইকেট নেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লি টিম ম্যানেজমেন্টের এক শীর্ষকর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, "ইশান্তের গোড়ালি মচকে গেছে, ফুলেও গেছে। এই মুহূর্তে মোটেই ভালো মনে হচ্ছে না। এই ম্যাচে আর ওকে খেলানোর ঝুঁকি নিচ্ছি না আমরা। আশা করা যাক যে ফ্র্যাকচার হয় নি।"

ওই শীর্ষকর্তা আরও জানান, "যদি এমনিই ফুলে গিয়ে থাকে, তাহলে কয়েকদিনের মধ্যে ফিট হয়ে যাবে। তবে অবশ্যই এনসিএ (ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি)-তে গিয়ে আরটিপি (রিটার্ন টু প্লে) সার্টিফিকেট নিয়ে আসতে হবে ওকে।"

নিজের কেরিয়ারে ৯৬টি টেস্টের অভিজ্ঞতা-সম্পন্ন ইশান্ত নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে থাকবেন, এমনটাই ছিল প্রত্যাশা। বিদর্ভের বিরুদ্ধে এই ম্যাচই ছিল রঞ্জি মরসুমে তাঁর শেষ। এর পরে তাঁর খেলার কথা ছিল নিউজিল্যান্ডের হ্যামিলটনে একটি প্র্যাকটিস ম্যাচ, তবে তাঁর চোট গুরুতর হলে আপাতত তাঁকে এনসিএ যেতে হবে চিকিৎসার জন্য।

Ishant Sharma
Advertisment