বেসিন রিজার্ভে ৫ উইকেট নিয়ে কেরিয়ারে অনন্য নজির গড়ে ফেললেন ইশান্ত শর্মা। রবিবারেই ওয়েলিংটন টেস্টে পাঁচ উইকেট সম্পূর্ণ করে ফেলেন তারকা পেসার। সেই সঙ্গে দেশের জার্সিতে বেশিবার পাঁচ উইকেট প্রাপকদের তালিকায় জাহির খানকে ছুঁয়ে ফেললেন তিনি।
টেস্টের দ্বিতীয় দিনে দুই ওপেনার টম ব্লান্ডেল ও টম ল্য়াথাম এবং রস টেলরকে আউট করেছিলেন। তৃতীয় দিন প্রথম সেশনে টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে আউট করেন। এই নিয়ে টেস্টে ১১বার ৫ উইকেট দখল করলেন তিনি। জাহির খানও ১১বার ৫ উইকেট নিয়েছিলেন। তবে জাহির এই কীর্তি ছুঁয়েছিলেন ৯২ টেস্ট খেলে। সেখানে ইশান্ত নিয়েছেন ৫টা বেশি টেস্ট।
আরও পড়ুন দু-রাত না ঘুমিয়েও ভারতকে জাগিয়ে রেখেছেন ইশান্ত, কুর্নিশ প্রাপ্য পেসারের
এই তালিকায় শীর্ষে রয়েছেন স্বয়ং কপিল দেব। ১৩১ টেস্টে কপিল দেব ২৩বার পাঁচ উইকেট হল নেওয়ার কীর্তি গড়েছেন। বিদেশে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার নিরিখে ইশান্ত শর্মা এদিন পেরিয়ে যান চন্দ্রশেখর ও জাহির খানকে। এই নিয়ে ৯ বার বিদেশে ইনিংসে পাঁচ উইকেট সংগ্রহ করলেন। তালিকায় তিন নম্বরে থাকা ইশান্ত শর্মার আগে রয়েছেন কপিল দেব (১২ বার) ও অনিল কুম্বলে (১০ বার)। জাহির খান ও চন্দ্রশেখর বিদেশে ৫ উইকেট নিয়েছেন ৮ বার করে।
Ishant Sharma at Basin Reserve, Wellington.
2014 - 5-wicket haul ☑️
2020 - 5-wicket haul ☑️#TeamIndia #NZvIND pic.twitter.com/E3YLO1T1YZ— BCCI (@BCCI) February 23, 2020
টেস্টে সর্বাধিক ইনিংসে পাঁচ উইকেট - (ভারতীয়দের মধ্যে)
কপিল দেব- ১৩১ ম্যাচে ৪৩৪ উইকেট, ৫ উইকেট ২৩ বার
জাহির খান- ৯২ ম্যাচে ৩১১ উইকেট, ৫ উইকেট ১১ বার
ইশান্ত শর্মা- ৯৭ ম্যাচে ৯৭ উইকেট, ৫ উইকেট ১১ বার
জাভাগাল শ্রীনাথ- ৬৭ ম্যাচে ২৩৬ উইকেট, ৫ উইকেট ১০ বার
ইরফান পাঠান- ২৯ ম্যাচে ১০০ উইকেট, ৫ উইকেট ৭ বার
ভেঙ্কটেশ প্রসাদ- ৩৩ ম্যাচে ৯৬ উইকেট, ৫ উইকেট ৭ বার
আরও পড়ুন টানা ৪৮ ওভারে ০ উইকেট! সংশয়ে বুমরার আন্তর্জাতিক কেরিয়ার
বিদেশে টেস্টে সর্বাধিকবার ইনিংসে ৫ উইকেট (ভারতীয়দের মধ্যে)
কপিল দেব- ৬৬ ম্যাচে ২১৫ উইকেট, ৫ উইকেট ১২ বার
অনিল কুম্বলে- ৬৯ ম্যাচে ২৬৯ উইকেট, ৫ উইকেট ১০ বার
ইশান্ত শর্মা- ৬০ ম্যাচে ১৯৯ উইকেট, ৫ উইকেট ৯ বার
চন্দ্রশেখর- ২৬ ম্য়াচে ১০০ উইকেট, ৫ উইকেট ৮ বার
জাহির খান- ৫৪ ম্যাচে ২০৭ উইকেট, ৫ উইকেট ৮ বার
ওয়েলিংটন টেস্টে ইশান্ত শর্মা ৫ উইকেট নিলেও ভারতের সামনে হারের আতঙ্ক তাড়া করছে। ভারতের ১৬৫ রানের জবাবে নিউজিল্য়ান্ড স্কোরবোর্ডে ৩৪৮ রান তুলে ফেলেছে। লোয়ার অর্ডারে কাইল জামেসন, ট্রেন্ট বোল্ট ও কলিন গ্র্যান্ডহোম লিড পৌঁছে দেন ১৮৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ভারত হারিয়েছে পৃথ্বী শ-র উইকেট।