Advertisment

ISL 2019: জামশেদপুরের চাকরি ছেড়ে কলকাতায় কোপেল

বিশ্বকাপ ফুটবলের মাঝেই চলে আসল অ্যাটলেটিকো দে কলকাতার খবর। আগামী মরশুমের জন্য কোচ বেছে নিল দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন টিম।

author-image
IE Bangla Web Desk
New Update
Steve Coppell

ISL 2019: জামশেদপুরের চাকরি ছেড়ে কলকাতায় কোপেল। (ছবি: জামশেদপুর এফসি-র ফেসবুক পেজ)

বিশ্বকাপ ফুটবলের মাঝেই চলে আসল অ্যাটলেটিকো দে কলকাতার খবর। আগামী মরশুমের জন্য কোচ বেছে নিল দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন টিম। জামশেদপুর এফসি ও কেরল ব্লাস্টার্সের প্রাক্তন কোচ স্টিভ কোপেলই হলেন কলকাতার নতুন কোচ।

Advertisment

এই মরশুমে এটিকে-র পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক ছিল না। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার টেডি শেরিংহ্যামকে কোচ করে দেবজিৎ-বলবন্তদের মাথায় বসিয়ে ছিল এটিকে। শেরিংহ্যাম ব্যর্থ হওয়ায় দলের টিডি অ্যাশলে ওয়েস্টউডকে সেই দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বেঙ্গালুরু এফসি-কে আই-লিগ দেওয়া কোচও কলকে পাননি আইএসএল-এ। এরপর বাধ্য হয়ে দলের স্টার ফুটবলার রবি কিনকে প্লেয়ার-ম্যানেজারের ভূমিকা নিয়ে আসে এটিকে। যদিও ভাগ্য বদলায়নি এটিকে-র। টেবিলে ন’নম্বরে শেষ করে তারা। ১৮ ম্যাচে ১৬ পয়েন্টে থেমেছিল এটিকে।

নতুন দায়িত্ব পেয়ে খুশি কোপেল। বলছেন, “এটিকে-র হেড কোচের দায়িত্বে আসতে পেরে আমি খুশি হয়েছি। আইএসএল-এ এটিকে-র ইতিহাস অত্যন্ত গৌরবের। আমি আশা করি কঠোর পরিশ্রম আর স্কিলের হাত ধরেই আমরা ম্যাচ জিততে পারব। ফ্যানেদের ও ক্লাবের সঙ্গে জড়িত সবার লক্ষ্য পূরণ করতে পারব।” এটিকে-র প্রধান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন যে তাঁরা অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ একটা দল গঠন করতে চেয়েছিলেন। কোপেল যোগ দেওয়ায় তাঁরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন।’’

ATK
Advertisment