New Update
ATK vs KBFC Highlights: ওগবেচের জোড়া গোলে শুরুতেই হার এটিকের
ISL 2019: একদিকে অ্যান্টোনিও লোপেজ হাবাস। অন্যদিকে, এলকো শ্যাতোরি। ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন স্প্যানিশ ও ডাচ কোচ। আইএসএলের উদ্বোধনেই দুই কোচের মস্তিষ্কের লড়াই। কেরালা বনাম এটিকে ম্যাচে শেষ হাসি হাসবে কোন দল?
Advertisment
সংযোজিত সময়ের খেলাও শেষ। সমতা সূচক গোল আর পেল না এটিকে। হেরেই আইএসএল অভিযান শুরু করছে এটিকে। ওগবেচের জোড়া গোলেই হারতে হল হাবাসের দলকে। ওগবেচেই ম্যাচের সেরা।
দুরন্ত হেডে এটিকেকে বহু প্রত্যাশিত সমতাসূচক গোল এনে দিতে পারতেন বলবন্ত সিং। তবে পারলেন না। সংযোজিত সময়ের খেলা চলছে। এমন সময়ে বাঁকানো কর্ণার থেকে দুর্ধর্ষ হেডে বল রেখেছিলেন বলবন্ত সিং। তবে বল বারপোস্টের সামান্য উপর দিকে বেরিয়ে গেল। হতাশা মুখ ঢেকে মাঠেই বসে পড়লেন পাঞ্জাব তনয়।
এটিকে দ্বিতীয়ার্ধে সমতাসূচক গোলের জন্য মরিয়া হলেও, ব্লাস্টার্সের রক্ষণ ভাঙতে পারেনি। এর জন্য অনেকটা কৃতিত্বই কেরলের ডিফেন্সের। এটিকের আক্রমণকে গোটা ম্যাচ জুড়েই শান্ত রেখে গিয়েছেন শ্যাতোরির ছেলেরা। নিজেরা আক্রমণে বেশি উঠতে না পারলেও লিড ধরে রাখতে পেরেছেন কেরালা ফুটবলাররা।
পরিবর্ত হিসেবে নেমেই এডু গার্সিয়া সমতা ফেরানোর সুযোগ তৈরি করে ফেলেছিলেন। সুযোগ বেশ কঠিনই ছিল। তবে এডু গার্সিয়ার বাঁকানো শট লক্ষ্যের আগেই প্রতিহত হয়।
জাভি গার্সিয়াকে তুলে নামানো হল এডু গার্সিয়াকে।
জয়েশ রাণেকে তুলে এটিকে বস হাবাস নামালেন শেহনাজ সিংকে।
একের পর এক আক্রমণ শানিয়েই চলেছে এটিকে। যদিও এখন সমতা সূচক গোল পায়নি। অন্যদিকে, কেরালা ব্লাস্টার্স এটিকের পেস সামলাতে রীতিমতো গলদঘর্ম দশা হচ্ছে। এর মধ্য়েই গোলের সুযোগ নষ্ট রয় কৃষ্ণের। আগুয়ান কৃষ্ণকে বক্সের মধ্যে দারুণভাবে ট্যাকলে বল কেড়ে নিলেন জাইরো।
দ্বিতীয়ার্ধে বেশ পজিটিভ ভাবে শুরু করেছে এটিকে। বল পজেশন রেখে আক্রমণ শানাচ্ছেন ডেভিড উইলিয়ামসন, রয় কৃষ্ণরা। ম্যাচে সমতা ফেরাতে হলে কেরালার রক্ষণ ভাঙতেই হবে। প্রথমার্ধেও আক্রমণাত্মক ধাঁচে শুরু করেছিল এটিকে। যদিও বিরতির আগেই তারা পিছিয়ে ১-২ এ। এই মুহূর্তে হাবাসের স্ট্র্যাটেজি কী হবে, সেটাই দেখার।
ফের সুযোগ নষ্ট এটিকের। বিরতির ঠিক পরেই কর্ণার পেয়েছিল এটিকে। তবে সেই কর্ণার কাজে লাগাতে পারেননি রয় কৃষ্ণরা। গোলকিপারের বিলাল বল গ্রিপ করতে পারেননি ঠিকমতো। তবে ডেভিড উইলিয়ামসনরা সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ।
এটিকে ওগবেচের জোড়া গোলে ১-২ গোলে পিছিয়ে থেকে খেলতে নামবে দ্বিতীয়ার্ধে। হাবাস পরিকল্পনা বদলে গোল তুলে আনেন কিনা, সেটাই দেখার।
বিরতির আগেই ২-১ করে ফেলল কেরালা ব্লাস্টার্স। সৌজন্যে ওগবেচের দুর্ধর্ষ গোল। বিরতির আগে থেকেই ক্রমাগত এটিকের অর্ধে চাপ বাড়াচ্ছিল শ্যাতোরির ছেলেরা। সেই চাপের কাছেই কার্যত নতি স্বীকার করল এটিকে। ডান প্রান্ত থেকে কোনাকুণি শটে ওগবেচেকে পাস বাড়িয়েছিলেন সিডোঞ্চা। কার্যত ফাঁকায় থাকা ওগবেচে ২-১ এ দলকে এগিয়ে দিলেন।
বিরতির আগের ঝুঁকি নিচ্ছে না কোনও দলই। রীতিমতো নিজেদের মধ্যে পাস খেলেই সন্তুষ্ট দুই দলের ফুটবলাররা।
পেনাল্টি থেকে গোলশোধ করে দিল কেরালা ব্লাস্টার্স। কেরালা কর্ণার পেয়েছিল। তবে এটিকে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেনি। জাইরোকে বক্সের মধ্য়ে ফাউল করে বসেন প্রণয় হালদার। পেনাল্টি থেকে কেরালাকে গোল করে এগিয়ে দিলেন ওগবেচে।
ব্যক্তিগত স্কিলের ঝলকে কেরালার রক্ষণকে ফালাফালা করে দিয়েছিলেন রয় কৃষ্ণ। তবে তাঁর পাস বুঝতেই পারলেন না হার্নান্ডেজ।
আইএসএলে নিজের প্রথম গোল করলেন কার্ল ম্যাকহিউজ। সেই সঙ্গে টুর্নামেন্টে গোলের সেঞ্চুরি করে ফেলল এটিকে।
মাঝমাঠে রয় কৃষ্ণকে উইদাউট বল ফাউল করেছিলেন জাইরো। রেফারি হলুদ কার্ড দেখাতে বিন্দুমাত্র দ্বিধা করলেন না। প্রথম হলুদ কার্ড দেখেছেন অবশ্য এটিকেরই জয়েশ রাণে। এদিকে, এটিকে ক্রমশ আক্রমণ বাড়িয়ে চলেছে কেরালার অর্ধে। কেরালার মাঝমাঠ প্রত্যাশিত পারফর্ম করতে পারছে না। এলকো শ্যাতোরি প্রতি আক্রমণে রণকৌশল সাজাচ্ছেন। এই কৌশল সফল হবে?
স্কোরলাইন ২-০ হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকত না। গোলকিপার বিলালের অনভিজ্ঞতায় এটিকে ফের একবার গোল পেয়ে যেতে পারত। বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন কেরালা গোলকিপার। প্রতিআক্রমণে হার্নান্ডেজ বক্সের মধ্যে ঢুকেও অবশ্য সুবিধা করতে পারলেন না।
শুরুতেই দুর্ধর্ষ গোল। খেলার ৫ মিনিটেই এটিকে স্কোরলাইনে এগিয়ে গেল। সৌজন্যে কার্ল ম্যাকহিউজ। ডান প্রান্তিক আক্রমণে বল ভেসে এসেছিল। অগাস্টিন গার্সিয়া হেডে বল পাঠান ম্যাকহিউজের কাছে। দুর্ধর্ষ ভলিতে গোল জালে জড়িয়ে দেন এটিকে স্ট্রাইকার।
বিলাল খান, রাকিপ, জাইরো, মুস্তাফা, ওগবেচে, প্রশান্ত, কারনেইরো, হোলিচরণ নার্জারি, সিডোঞ্চা, জুইভারলুইন, জিকসন
কার্ল ম্যাকহিউ, ডেভিড উইলিয়ামস, আগাস, জয়েশ রাণে, প্রণয় হালদার, হাভিয়ের হার্নান্ডেজ, প্রীতম কোটাল, রয় কৃষ্ণ, সুসাইরাজ, অরিন্দম ভট্টাচার্য, প্রবীল দাস
তারকাখচিত উদ্বোধনের সাক্ষী থাকল কোচির জওহরলাল স্টেডিয়াম। টাইগার শ্রফ, দিশা পাটানির নাচ, নীতা অম্বানীর বক্তৃতায় শুরু ষষ্ঠ মরশুমের আইএসএল। তবে আকর্ষণের মধ্য়মণি যথারীতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এবারের আইএসএলের মুখ।
গোলকিপার: ধীরাজ সিং, নবীন কুমার, সুজিত শশীকুমার
ডিফেন্ডার: আনাস এদাথোডিকা, সিরিল কালি, লালরুয়াথারা, মহম্মদ রাকিপ, নেমেঞ্জা লেকিচ-পেসিচ, সন্দেশ ঝিঙ্ঘান, প্রীতম সিং
মিডফিল্ডার: লোকেন মেইতেই, সাহাল আব্দুল সামাদ, কিজিতো কেজিরন, দীপেন্দ্র নেগি, জাকির মুন্ডাম্পারা, নিকোলা ক্রামারেভিচ, হৃষি ধথ, কারেজ পেকুসন, হোলিচরণ নার্জারি, প্রশান্ত কে, সূরয রাওয়াত, সেমিলেন ডঙ্গেল
ফরোয়ার্ড: সি কে বিনীথ, মাতেজ প্লাতনিক, স্লাভিসা স্টোজানোভিচ
গোলকিপার: অরিন্দম ভট্টাচার্য, ধীরজ সিং, লারা শর্মা
ডিফেন্ডার: অগাস্টিন গার্সিয়া, আনাস এডাথোডিকা, অঙ্কিত মুখোপাধ্যায়, জন জনসন, প্রবীর দাস, প্রীতম কোটাল, অনিল চওয়ান
মিডফিল্ডার: কার্ল ম্যাকহিউ, এডুয়ার্ডো গার্সিয়া, হাভিয়ে হার্নান্ডেজ, কোমল থাটাল, মাইকেল সুসাইরাজ, প্রণয় হালদার, শেহনাজ সিং
ফরোয়ার্ড: বলবন্ত সিং, ডেভিড উইলিয়ামস, জবি জাস্টিন, রয় কৃষ্ণা, জয়েশ রাণে
কেরালার জওহরলাল স্টেডিয়ামে হলুদ জার্সির সমর্থকরা তৈরি। এর মধ্যেই আবহাওয়া ঘিরে ফুটবল প্রেমী সমর্থকদের মধ্য়ে সংশয়। হালকা বৃষ্টি হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের টুইটার অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করা হয়েছে।