রেকর্ড ছিল টুর্নামেন্টের প্রথম অ্যাওয়ে ম্যাচে না হারার। প্রথম পাঁচ সংস্করণে অটুট থেকেছিল এই ট্র্যাডিশন। তবে ষষ্ঠ সংস্করণে আর হল না। কোচিতে প্রথম ম্যাচে হেরেই আইএসএল অভিযান শুরু করছে এটিকে। শুরুর ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের কাছে হারতে হল হাবাসের এটিকেকে। ম্যাচের ফলাফল ২-১। প্রথমার্ধেই ম্যাচের তিন গোল। এটিকেকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন কার্ল ম্যাকহিউজ। তবে বিরতির আগেই এটিকের জালে জোড়া গোল করে নায়ক ওগবেচে।
FT: @keralablasters 2 - 1 @ATKFC
Bartholomew Ogbeche's brace inspires @ESchattorie's side to a sensational victory in the #HeroISL 2019-20 season opener! ????#KERKOL #LetsFootball #TrueLove pic.twitter.com/oyufW5JUa6
— Indian Super League (@IndSuperLeague) 20 October 2019
জবি জাস্টিন ও আনাস ইডাথোডিকা- দুই তারকাকে ছাড়াই খেলতে নেমেছিল এটিকে। ম্যাচেও দু-জনের অভাব বোঝা গেল স্পষ্ট। অথচ শুরুটা মোটেই এরকম ইঙ্গিত দেয়নি। শুরুর পাঁচ মিনিটেই দারুণ ভলিতে গোল করে এটিকেকে এগিয়ে দিয়েছিলেন কার্ল ম্যাকহিউজ। খেলার ৫ মিনিটেই এটিকে স্কোরলাইনে এগিয়ে গেল। সৌজন্যে কার্ল ম্যাকহিউজ। ডান প্রান্তিক আক্রমণে বল ভেসে এসেছিল। অগাস্টিন গার্সিয়া হেডে বল পাঠান ম্যাকহিউজের কাছে। দুর্ধর্ষ ভলিতে গোল জালে জড়িয়ে দেন এটিকে স্ট্রাইকার।
আরও পড়ুন ISL 2019 live: উদ্বোধনে ম্যাচেই হাড্ডাহাড্ডি ম্যাচে মুখোমুখি কলকাতা বনাম কেরালা
এরপরেই আরও একটা সুযোগ এসেছিল এটিকের কাছে। কেরালা গোলকিপার বিলালের অনভিজ্ঞতায় এটিকে ফের একবার গোল পেয়ে যেতে পারত প্রথম গোলের পাঁচ মিনিচের মধ্যেই। বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন কেরালা গোলকিপার। প্রতিআক্রমণে হার্নান্ডেজ বক্সের মধ্যে ঢুকেও অবশ্য সুবিধা করতে পারেননি।
শুরুতে আক্রমণের ঢেউ তুললেও প্রথমার্ধের মাঝামাঝি থেকে ম্যাচ থেকে হারিয়ে যায় হাবাস বাহিনী। প্রতি এটিকের টানা আক্রমণের মুখে শ্যাতোরি কাউন্টার অ্যাটার স্ট্র্যাটেজিতে ফুটবলারদের উঠে আসার নির্দেশ দিচ্ছিলেন। ৩০ মিনিটেই এই রণকৌশলে এল কেরালার প্রথম গোল। ম্যাচের বয়স যখন আধঘণ্টা, তখন কেরালা কর্ণার পেয়েছিল। তবে এটিকের রক্ষণভাগের ফুটবলাররা ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেনি। জাইরোকে বক্সের মধ্য়ে ফাউল করে বসেন প্রণয় হালদার। পেনাল্টি থেকে কেরালাকে গোল করে এগিয়ে দিলেন ওগবেচে।
আরও পড়ুন ISL 2019: কোথায়, কখন দেখবেন উদ্বোধনী ম্যাচ, জেনে নিন বিস্তারিত
প্রথম গোলের পরেই ম্যাচে জাকিয়ে বসে কেরালা। বিরতি পর্যন্ত বল পজেশন নিজেদের দখলে রেখে পালটা আক্রমণ করছিল জাইরোরা। এতেই কেরালার জয়সূচক গোল। বিরতির আগে থেকেই ক্রমাগত এটিকের অর্ধে চাপ বাড়াচ্ছিল শ্যাতোরির ছেলেরা। সেই চাপের কাছেই কার্যত নতি স্বীকার করল এটিকে। ডান প্রান্ত থেকে কোনাকুণি শটে ওগবেচেকে পাস বাড়িয়েছিলেন সিডোঞ্চা। কার্যত ফাঁকায় থাকা ওগবেচে ২-১ এ দলকে এগিয়ে দেন।
বিরতিতে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবার আক্রমণের ঢেউ তুলেছিল এটিকে ফুটবলাররা। তবে কেরালার ডিফেন্ডাররা কোনওরকম ফাঁকা স্পেস দেননি রয় কৃষ্ণদের। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি।
তারকাখচিত উদ্বোধনের সাক্ষী থেকেছিল কোচির জওহরলাল স্টেডিয়াম। টাইগার শ্রফ, দিশা পাটানির নাচ, নীতা অম্বানীর বক্তৃতায় শুরু ষষ্ঠ মরশুমের আইএসএল। তবে আকর্ষণের মধ্য়মণি যথারীতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এবারের আইএসএলের মুখ। মহারাজের সামনেই এটিকে ফুটবলারদের জয় তুলে আনার বড় সুযোগ ছিল। তবে তা হল না। জোড়া গোল করে বরং ম্যাচের নায়ক ওগবেচে।