শেষ মুহূর্তে চেন্নাই জয়! হাবাসকে তিন পয়েন্ট এনে দিলেন উইলিয়ামস

আগের ম্যাচে বিশ্বমানের ফ্রিকিক করেছিলেন এডু গার্সিয়া। তা সত্ত্বেও জয় পায়নি এটিকে মেরিনার্সরা। গোয়ার বিরুদ্ধে ১-১ গোলে অমীমাংসিত ছিল খেলা।

আগের ম্যাচে বিশ্বমানের ফ্রিকিক করেছিলেন এডু গার্সিয়া। তা সত্ত্বেও জয় পায়নি এটিকে মেরিনার্সরা। গোয়ার বিরুদ্ধে ১-১ গোলে অমীমাংসিত ছিল খেলা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এটিকে মোহনবাগান: ১ (ডেভিড উইলিয়ামস)
চেন্নাইয়িন এফসি: ০

শেষ মুহূর্তের গোলে জয় এটিকেএমবির। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ১-০ গোলে মেরিনার্সরা জিতে মাঠ ছাড়ল। মুম্বই সিটি এফসির কাছে হারের পর গোয়ার কাছে ড্র করেছিল হাবাসের ছেলেরা। টানা দু ম্যাচ পয়েন্ট নষ্ট করে চেন্নাইয়িনের বিপক্ষে জয় ফিরতে মরিয়া ছিল সবুজ মেরুন ব্রিগেড। শেষ লগ্নে ডেভিড উইলিয়ামসের গোলেই তিন পয়েন্ট অর্জন এটিকে মোহনবাগানের।

Advertisment

গত ছয় ম্যাচে চেন্নাইয়ের জয়ের সংখ্যা মাত্র ১টি। এমন প্রতিপক্ষের বিরুদ্ধে এদিন কোচ হাবাস শুরুর একাদশে নামিয়েছিলেন শেখ সাহিলকে। প্রথমার্ধে এটিকে মোহনবাগানই দাপট দেখিয়ে খেলছিল। একাধিকবার চেন্নাইয়ের রক্ষণভাবে আক্রমণ শানিয়েছেন কৃষ্ণ, উইলিয়ামসরা। তবে চেন্নাইয়ের রক্ষণভাগ সেই আক্রমণ ভোঁতা করে দিচ্ছিল।

চেন্নাইয়ের অস্ত্র ছিল প্রতি আক্রমণভিত্তিক খেলা। তবে এটিকের রক্ষণে দাঁত ফোটাতে ব্যর্থ হয় তারা। ফাইনাল থার্ডে নির্বিষ হয়ে থাকায় দূরপাল্লার শট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছিল তাদের।

Advertisment

বিরতিতে খেলা গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে হাবাস রেগিন এবং উইলিয়ামসকে নামান মনবীর এবং ম্যাকহিউয়ের জায়গায়।

তারপরে আরো চাপ বাড়ে চেন্নাইয়ের অর্ধে। সেই চাপের কাছেই নতি স্বীকার করে সংযোজিত সময়ে গোল। জাভি দারুণ কর্নার থেকে বল রেখেছিলেন। উইলিয়ামসকে মার্ক করছিলেন টাংরি। তবে লাফিয়ে বল দখলের লড়াইয়ে টাংরিকে পরাস্ত করেন তিনি। নিখুঁতভাবে বল রাখেন জালে।

এটিকে মোহনবাগান:
অরিন্দম ভট্টাচার্য, তিরি, প্রীতম কোটাল, শুভাশিস বোস, সন্দেশ জিংঘান, কার্ল ম্যাকহিউ (রেগিন), এডু গার্সিয়া (জয়েশ রানে), শেখ সাহিল (কোমল থাটাল), মনবীর সিং (ডেভিড উইলিয়ামস), রয় কৃষ্ণ, জাভি হার্নান্দেজ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

ATK Mohun Bagan ISL