এটিকেএমবি: ০
মুম্বই সিটি এফসি: ১ (ওগবেচে)
টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় নম্বর দলের হাইভোল্টেজ লড়াই ছিল আইএসএলে। সেই ম্যাচেই এটিকেএমবিকে ১-০ গোলে হারিয়ে বাজিমাত করল মুম্বই সিটি এফসি। ওগবেচে ম্যাচের একমাত্র গোল করে যান সোমবার।
এদিনই এটিকেএমবির জার্সিতে চোট সরিয়ে প্রত্যাবর্তন ঘটল হাভি হার্নান্দেজের। তবে তাঁকে গোটা ম্যাচে কার্যত খুঁজেই পাওয়া যায়নি। শুরু থেকেই এদিন দুরন্ত ছিল মুম্বই। ওগবেচেদের পরিকল্পিত আক্রমণের সামনে দিশাই খুঁজে পায়নি সবুজ মেরুন ব্রিগেড। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস কিংবা মনবীর সিংদেরও নিষ্প্রভ লেগেছে এদিন।
প্রথমার্ধে খেলা ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে কাঙ্খিত গোল পেয়ে যায় মুম্বই। ৬৯ মিনিটের ঘটনা। গোলের কারিগর হুগো বৌমাস। মাঝমাঠ থেকে বল সংগ্ৰহ করে ওয়ান টু ওয়ান খেলে পাস বাড়ান ওগবেচেকে। ব্যাকহিলে গোল করে যান।
এরপর আর গোল আসেনি। এদিনের জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আরো জাঁকিয়ে বসল মুম্বই। দ্বিতীয়স্থানে থাকা এটিকে এমবির থেকে তাদের পয়েন্টের ফারাক বেড়ে দাঁড়াল ৫-এ। সবমিলিয়ে টানা নয় ম্যাচ অপরাজিত থাকল মুম্বই সিটি এফসি।
আরো পড়ুন: স্টেইনম্যানের গোলে বেঙ্গালুরুকে হারাল ইস্টবেঙ্গল
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title: