scorecardresearch

এটিকেএমবিকে হারিয়ে বাজিমাত মুম্বইয়ের, টানা নয় ম্যাচ অপরাজিত ওগবেচেরা

লিগ তালিকায় একনম্বরে থেকে বছর শেষ করেছিল হাবাসের এটিকে মোহনবাগান। নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষেও শেষ ম্যাচে জয় পেয়েছে হাবাস বাহিনী।

এটিকেএমবিকে হারিয়ে বাজিমাত মুম্বইয়ের, টানা নয় ম্যাচ অপরাজিত ওগবেচেরা

এটিকেএমবি: ০

মুম্বই সিটি এফসি: ১ (ওগবেচে)

টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় নম্বর দলের হাইভোল্টেজ লড়াই ছিল আইএসএলে। সেই ম্যাচেই এটিকেএমবিকে ১-০ গোলে হারিয়ে বাজিমাত করল মুম্বই সিটি এফসি। ওগবেচে ম্যাচের একমাত্র গোল করে যান সোমবার।

এদিনই এটিকেএমবির জার্সিতে চোট সরিয়ে প্রত্যাবর্তন ঘটল হাভি হার্নান্দেজের। তবে তাঁকে গোটা ম্যাচে কার্যত খুঁজেই পাওয়া যায়নি। শুরু থেকেই এদিন দুরন্ত ছিল মুম্বই। ওগবেচেদের পরিকল্পিত আক্রমণের সামনে দিশাই খুঁজে পায়নি সবুজ মেরুন ব্রিগেড। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস কিংবা মনবীর সিংদেরও নিষ্প্রভ লেগেছে এদিন।

প্রথমার্ধে খেলা ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে কাঙ্খিত গোল পেয়ে যায় মুম্বই। ৬৯ মিনিটের ঘটনা। গোলের কারিগর হুগো বৌমাস। মাঝমাঠ থেকে বল সংগ্ৰহ করে ওয়ান টু ওয়ান খেলে পাস বাড়ান ওগবেচেকে। ব্যাকহিলে গোল করে যান।

এরপর আর গোল আসেনি। এদিনের জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আরো জাঁকিয়ে বসল মুম্বই। দ্বিতীয়স্থানে থাকা এটিকে এমবির থেকে তাদের পয়েন্টের ফারাক বেড়ে দাঁড়াল ৫-এ। সবমিলিয়ে টানা নয় ম্যাচ অপরাজিত থাকল মুম্বই সিটি এফসি।

আরো পড়ুন: স্টেইনম্যানের গোলে বেঙ্গালুরুকে হারাল ইস্টবেঙ্গল

 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Isl 2020 21 atk mohun bagan vs mumbai city fc match report antonio habas analysis