Advertisment

ফাউলার বিহীন ইস্টবেঙ্গল জয়ে ফিরল জামশেদপুরকে হারিয়ে

আগের ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। তারপরে অনেক জল গড়িয়ে হয়েছে। বিতর্কিত মন্তব্য করে সাসপেন্ড হয়েছেন কোচ রবি ফাউলার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইস্টবেঙ্গল: ২ (স্টেইনম্যান, পিকলিংটন)
জামশেদপুর এফসি: ১ (হার্টলে)

Advertisment

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে জামশেদপুর এফসির বিপক্ষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। ২-১ গোলে ফাউলার বিহীন লাল হলুদ দল হারাল ওয়েন কয়েলের জামশেদপুর এফসিকে।

প্রথমার্ধেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন ম্যাটি স্টেইনম্যান। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান পিকলিংটন। এদিন আগের ম্যাচের একাদশ থেকে ছয় পরিবর্তন ঘটিয়ে দল সাজানো হয়েছিল। তিন নতুন চুক্তিবদ্ধ তারকা সৌরভ দাস, সার্থক গলুই এবং সুব্রত পালের সঙ্গে প্রথম একাদশে রাখা হয় রাজু গায়কোয়াড, জ্যাক মাঘোমা এবং পিকলিংটনকে।

শুরুর ৬ মিনিটেই নারায়ণ দাসের দুরন্ত কর্ণার থেকে গোল করে যান ম্যাটি স্টেইনম্যান। গোল হজম করলেও এরপর একাধিক সুযোগ তৈরি করে জামশেদপুর। সেয়ানে সেয়ানে টক্কর দেয় দুই দলই। বিরতির আগে আর গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণ জমাট করার কাজে মন দেয় ইস্টবেঙ্গল। উল্টে আগ্রাসী ফুটবল উপহার দেয় জামশেদপুর। খেলার গতির বিরুদ্ধেই ইস্টবেঙ্গল ব্যবধান বাড়ায় পিকলিংটনের গোলে। স্টেইনম্যানের থ্রু পাস ধরে ৬৮ মিনিটে ২-০ করে যান পিকলিংটন।

৮৩ মিনিটে জামশেদপুর ব্যবধান কমায় পিটার হার্টলের গোলে। আইজাকের ক্রস থেকে গোল করেন ইংরেজ স্ট্রাইকার।

আরো পড়ুন: ‘দলত্যাগী’ প্রবীরের বিরুদ্ধে মমতার অস্ত্র কি ফুটবলার সৌমিক? ভোটের মুখে সরগরম উত্তরপাড়া

ইস্টবেঙ্গল:
সুব্রত পাল, অঙ্কিত মুখোপাধ্যায়, সার্থক গলুই, রাজু গায়কোয়াড, ড্যানিয়েল ফক্স, নারায়ণ দাস, ম্যাটি স্টেইনম্যান, সৌরভ দাস, পিকলিংটন, জ্যাক মাঘোমা, ব্রাইট এনখোবারে

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

East Bengal ISL
Advertisment