/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/imgonline-com-ua-twotoone-hVGHbiZhPPm_copy_759x422.jpg)
আইপিএল শেষ হলেই আইএসএলের ঢাকে কাঠি পড়ে যাচ্ছে। শুক্রবারই আইএসএলের নির্ঘণ্ট ঘোষণা করে দিল আয়োজক আইএমজি রিলায়েন্স। ব্যাম্বোলিনের জিএমসি স্টেডিয়ামে নভেম্বরের ২০ তারিখে এটিকে মোহনবাগান মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্সের।
এবারের আইএসএলে বড় চমক মোহনবাগান ও ইস্টবেঙ্গলের অন্তর্ভুক্তি। শ্রী সিমেন্টকে ইনভেস্টর হিসাবে পেয়েছে ইস্টবেঙ্গল। তারপরেই লাল হলুদ ব্রিগেডের সুপার লিগে খেলা পাকা হয়। অন্যদিকে, মোহনবাগান আবার টুর্নামেন্টের অন্যতম সেরা দল এটিকের সঙ্গেই গাঁটছড়া বেঁধেছে।
আরো পড়ুন: টিকিট কেটে ধোনির খেলা দেখতেন! সেই আইডলকে দুবার আউট করে রূপকথা বরুণের
তিনটে ট্রফি জেতা এটিকে টুর্নামেন্টের ইতিহাসে সবথেকে সফলতম দল। নতুনভাবে তারা খেলবে এটিকে-মোহনবাগান নামে। আই লিগ অতীত। দেশের একনম্বর লিগেই এবার দেখা যাবে ডার্বি। ২৭ তারিখে নতুন চেহারায় দুই দল মুখোমুখি হবে তিলক ময়দানে। সেদিনই আইএসএলে আত্মপ্রকাশ করবে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল।
Fixtures for the first 11 rounds of the #HeroISL 2020-21 season are in!
Download the fixtures ???? https://t.co/YFQofpBOhjhttps://t.co/zxq05hCnkH
— Indian Super League (@IndSuperLeague) October 30, 2020
তিনটে ভেন্যুতে এবার আইএসএলের আসর বসছে। ক্লোজড ডোরে খেলা হবে ফতোরদার জওহরলাল নেহেরু স্টেডিয়াম, বম্বলিনের জিএমসি স্টেডিয়াম এবং ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে। সপ্তাহের প্রতিটি রবিবারই ডাবল-হেডার (দুটো করে ম্যাচ) খেলা হবে। দুটো ম্যাচের সময় যথাক্রমে ৫টা এবং সাড়ে ৭টা।
আপাতত লিগ পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। লিগ পর্ব চলবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। সেমিফাইনাল ও ফাইনালের সূচি পরে ঘোষণা করা হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন