কৃষ্ণ-র গোলে আইএসএলে নতুন অধ্যায় শুরু করল এটিকে মোহনবাগান। সংযুক্তির পর এই প্রথম মেগা টুর্নামেন্টে খেলতে নেমেছিল এটিকেএমবি। আইএসএলে অভিষেক পর্ব স্মরণীয় করে রাখল মেরিনার্সরা। গোটা ম্যাচ দেখল মাত্র ১ টাই গোল। তাও আবার ফিজিয়ান স্ট্রাইকারের পা থেকে।
দিওয়ালি যেন গোয়ার মাঠে। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাই এবারে চ্যালেঞ্জ সব দলের কাছে। গমগমে ব্যাপারটাই নেই। এমন আবহে আইএসএলে দুই স্প্যানিশ কোচ ট্যাকটিক্সের মোড়কে দল সাজিয়েছিলেন।
ডেভিড উইলিয়ামসকে প্রথম একাদশে এদিন রাখেননি হাবাস। আপ ফ্রন্টে রয় কৃষ্ণর সঙ্গে জুড়ে দিয়েছিলেন এডু গার্সিয়াকে। ৩-৫-২ ফর্মেশনে প্রবীর দাস, সুসাইরাজকে দুই উইংয়ে রেখে মিডফিল্ড সাজিয়েছিলেন জাভি, প্রণয়, ম্যাচুঘকে ধরে। পুরোনো দলের বিরুদ্ধে এদিন সন্দেশকেও নামিয়েছিলেন কোচ হাবাস। রক্ষনে সন্দেশের সঙ্গী হয়েছিলেন প্রীতম কোটাল এবং তিরি। কেরালা কোচ কিবু আবার দল সাজান ৪-২-৩ ছকে। সামাদকে সামনে রেখে।
ম্যাচ শুরুর ১৪ মিনিটেই প্রথম ধাক্কা খায় এটিকেএমবি। চোট পেয়ে মাঠ ছাড়েন সুসাইরাজ। প্রথম থেকেই হাবাসের দল আক্রমণ করতে শুরু করে। তবে মাঝমাঠ দখল করে খেলছিল কেরালা। বল পজিশনে প্রথমার্ধে অনেক এগিয়ে ছিল।
প্রতি আক্রমণে বেশ কয়েকবার গোল করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি এটিকেএমবি। বল পজিশনে ব্লাস্টার্স এগিয়ে থাকলেও এটাকিং থার্ডে দাঁত ফোটাতে পারছিল না তারা। অন্যদিকে, কেরালার দুই স্টপার কোনে-হামেনেশুর সৌজন্যে।
প্রথমার্ধে গোলশূন্য খেলা শেষ হয়। বিরতির পরেই অন্য চিত্র। বল পজিশনে দখল নিতে শুরু করে বাগানিরা। বারবার প্রেসিং ফুটবলে জোর দিচ্ছিলেন হাবাসের ফুটবলাররা। এতক্ষণ রক্ষণে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকা কেরালা স্টপারদের বোকা বানিয়ে গোল করে যান রয় কৃষ্ণ। ৬৩ মিনিটেই পরিবর্ত হিসাবে নেমেছিলেন মনবীর সিং। নেমেই তার এসিস্ট থেকে।গোল। ৬৮ মিনিটে তিনি ডান প্রান্ত থেকে বল বাড়িয়েছিলেন কৃষ্ণকে লক্ষ্য করে। জালে বল জড়াতে দেরি করেননি ফিজির স্ট্রাইকার।
এরপরে গোলশোধ করার জন্য ২২ মিনিট সময় পেলেও তা কাজে লাগাতে পারেনি ব্লাস্টার্স। প্রথম ম্যাচেই তিন পয়েন্ট নিয়ে হাসি মুখে মাঠ ছাড়ে এটিকেএমবি।
আরো পড়ুন: ডার্বিতে হারছে ইস্টবেঙ্গল, আশা নিয়ে জানিয়ে দিলেন হাবাস ভক্ত সৌরভ
কেরালা ব্লাস্টার্স:
আলবিনো গোমস, কোস্টা হামোনেশু, বাকারি কোনে, জেসেল কারনেইরো, প্রশান্ত কে, নংদম্বা নাওরেম, সের্জিও সিদনচা, ভিসেন্তে গোমেজ, ঋত্বিক দাস, সাহাল আবদুল সামাদ, গ্যারি হুপার
এটিকেএমবি:
অরিন্দম ভট্টাচার্য, প্রবীর দাস, প্রীতম কোটাল, সন্দেশ জিংঘান, তিরি, প্রণয় হালদার, জাভি হার্নান্দেজ, কার্ল ম্যাচুঘ, এডু গার্সিয়া, মাইকেল সুসাইরাজ, রয় কৃষ্ণ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন