/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/atletico-de-kolkata-coach-antonio-lopez-habas-and-sourav-ganguly-with-the-isl-trophy_11qfc1yudz2jl1tpphuwelqtej_copy_759x422.jpg)
শুক্রবার আইএসএলের ঢাকে কাঠি পরে গেল। সন্ধ্যাবেলাতেই দ্বৈরথে মুখোমুখি এটিকেএমবি এবং কেরালা ব্লাস্টার্স। কলকাতার লাখো লাখো ফুটবল প্রেমী জনতার নজর অবশ্য ২৭ তারিখ।।সেদিনই যে সুপার লিগের প্রাঙ্গণে যুযুধান লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ডার্বি নিয়ে এখন থেকেই উত্তপ্ত হতে চলেছে ময়দান।
সৌরভ এই উত্তাপের আঁচ উস্কে দিয়ে বলছেন, আশা করছি ডার্বিতে এটিকেএমবি জিতবে! আইএসএলের ইনস্টাগ্রাম চ্যাটে মহারাজ জানিয়ে দিয়েছেন, "মোহনবাগান এবং ইস্টবেঙ্গল টুর্নামেন্টের দুর্দান্ত দুই সংযোজন। দুই দলেরই কোটি কোটি ফলোয়ার রয়েছে। দুই দল খেলতে নামলে যুবভারতীর উন্মাদনা চোখে পড়ার মত। ১ লাখ দর্শক খেলা দেখেন স্টেডিয়ামে বসে। ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচে ১ লাখ ২৫ হাজার দর্শকের সামনে আমারও খেলার অভিজ্ঞতা রয়েছে।"
আরো পড়ুন: জাদেজা-মাধুরীর প্রেম সাড়া ফেলে গোটা দেশে, একটা ভুলে সম্পর্ক পূর্ণতা পায়নি
ডার্বিতে কে জিতবে, তা অবশ্য জানিয়েই দিয়েছেন বাঙালির ক্রিকেট আইকন, "আশা করি এটিকেএমবি-র মরশুম ভালোই যাবে। হাবাসের কোচিংয়ের আমি বড় ভক্ত। বেশ কয়েকবার উনি আমাদের কাপ জিতিয়েছেন। আশা করি এই মরশুমেও সেই সাফল্য আমরা ধরে রাখতে পারব। কলকাতা ডার্বিতে আমি চোখ রাখব। সেদিন আমরাই জিতব, আশা করি।"
প্রথমবার আইএসএলে ঐতিহাসিক কলকাতা ডার্বি! সেই উন্মাদনা ছুঁয়ে যাচ্ছে সৌরভকেও। ভারতীয় বোর্ডের সর্বময় কর্তা বলে দিয়েছেন, "ডার্বির দিন আসলে একটা উৎসবের মত। মনে আছে ইডেনে বাবার হাত ধরে ডার্বি দেখতে যেতাম। গোটা শহর ডার্বিতে মজে থাকে। স্টেডিয়ামের একটা দর্শক আসনও খালি থাকে না। ম্যাচ দেখতে আসা দর্শকদের উত্তেজনা দেখার মত। ম্যাচের ৪৮ ঘন্টা আগেই যেন ম্যাচ শুরু হয়ে যেত। ম্যাচের শেষের প্রতিক্রিয়াও চোখে রাখার মত। প্রিয় ক্লাব হেরে গেলে যেন জীবনটাই বৃথা হয়ে যায়। আসলে প্যাশন এবং ক্লাবের জন্য ভালোবাসাই কলকাতা ফুটবলের পরিচয়।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন