কেরালা ব্লাস্টার্স: ১ (রাহুল কেপি)
হায়দরাবাদ এফসি: ১ (সাহিল টাভোরা)
প্ৰথম মরশুমে লিগ টেবিলের একদম নিচে। দ্বিতীয় মরশুমে অল্পের জন্য প্লে অফ হাতছাড়া। আর তৃতীয় মরশুমে একেবারে চ্যাম্পিয়ন। এমনই স্বপ্নের কাহিনী লিখে ফেলল হায়দরাবাদ এফসি। আইএসএলে প্ৰথমবার ফাইনালে উঠেই ট্রফি ঘরে তুলে। তা-ও আবার রুদ্ধশ্বাস পেনাল্টি শুট আউটে জিতে।
নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ১-১। সেখান থেকে আরও ৩০ মিনিট অতিরিক্ত সময়েও খেলার ফয়সালা হল না। শেষমেশ পেনাল্টি শুট আউটে ৩-১ ব্যবধানে জয়ী হায়দরাবাদ।
গোটা ম্যাচেই কেরালার দাপট। ৬৮ মিনিটে কেরালার হয়ে রাহুল কেপি গোল করার পরে কার্যত ম্যাচ থেকে ছিটকেই গিয়েছিল হায়দরাবাদ। নির্ধারিত সময়ের একদম শেষ লগ্নে গোল করে কোনওরকমে ১-১ সমতা ফিরিয়ে দিয়েছিলেন সাহিল টাভোরা। আর তারপরে আর ফিরে তাকাতে হয়নি। সরাসরি চ্যাম্পিয়নের পোডিয়ামে উঠে থেমেছে মানোলো মারকুয়েজের দল।
পেনাল্টি মাতিয়ে দিলেন কাট্টিমনি। তিন-তিনটে অবিশ্বাস্য সেভ করে। প্ৰথমে লিস্কোভিচ, তারপরে যথাক্রমে নিশু কুমার এবং জিকসন সিংয়ের শট বাঁচিয়ে রূপকথার নায়ক হয়ে গেলেন হায়দরাবাদ গোলকিপার।
কেরালার হয়ে পেনাল্টির একমাত্র গোল করে যান আয়ুশ অধিকারী। অন্যদিকে, হায়দরাবাদের হয়ে জালে বল জড়িয়ে যান জোয়াও ভিক্টর, খাসা কামারা এবং হোলিচরণ নার্জরি। মিস করেন জেভিয়ের সিভেরিও।
গোটা ম্যাচে কেরালা প্রায় ৬০ শতাংশ বল পজেশন নিয়ে খেলে গেল সারাক্ষণ। উইং দিয়ে খেলা ছড়িয়ে হায়দরাবাদ রক্ষণে ত্রাহি ত্রাহি রব তুলেছিল ইভান ভুকুমানোভিচের দল।
তবে বল পজেশনে নিরঙ্কুশভাবে এগিয়ে থেকেও কেরালা হারিয়ে গেল ফিনিশিংয়ের ব্যর্থতায়। আদ্রিয়ান লুনা, জর্জে দিয়াজ, রাহুল কেপি, আলভারো ভাসকুয়েজ গোলের সুযোগ পেয়েও দলকে সুবিধা দিতে পারেননি। ৩৯ মিনিটে ভাসকুয়েজের ভলি সরাসরি পোস্টে লেগে প্রতিহত হয়। তবে বিরতির ঠিক আগে পরিবর্ত হিসাবে নামা সিভেরিও প্রায় গোল করে দিয়েছিলেন হায়দরাবাদের হয়ে। তবে দুর্ধর্ষ সেভ করে যান কেরালা গোলকিপার প্রভুসুখন গিল।
টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভস তাঁর হাতেই উঠল। গোটা ম্যাচেই হায়দরাবাদের কাছে কার্যত প্রাচীর তুলে দাঁড়িয়েছিলেন গিল। যদিও পেনাল্টি শ্যুট আউটে সুবিধা করতে পারলেন না। লাইম লাইট ছিনিয়ে নিলেন কাট্টিমনি।
হায়দরাবাদ এফসি:
কাট্টিমানি, আশিস রাই, চিঙ্গালসেনা, হুয়ানান, আকাশ মিশ্র, মহম্মদ ইয়াসির, সৌভিক চক্রবর্তী, জোয়াও ভিক্টর, অনিকেত যাদব, জোয়েল চিয়ানিস, বার্ট ওগবেচে
কেরালা ব্লাস্টার্স:
সুখন গিল, সন্দীপ সিং, হরমনজোৎ খাবরা, মার্কো লেসকোভিচ, রুইভা হরমিপ্যান, রাহুল কেপি, জিকসন সিং, পুইতিয়া, আলভারো ভাসকুয়েজ, জর্জে পেরেরা দিয়াজ, আদ্রিয়ান লুনা