এটিকে মোহনবাগান: ১ (ডেভিড উইলিয়ামস)
মুম্বই সিটি এফসি: ১ (প্রীতম কোটাল-আত্মঘাতী)
বদলা নেওয়ার আর হল না। মুম্বই সিটি এফসির কাছে প্ৰথম পর্বে ৫ গোলে চূর্ণ হওয়ার পরে হাবাসের দলের সেই অপমান কড়ায় গণ্ডায় মেটানোর কথা ছিল হুয়ান ফেরান্দোর দলের। তবে বৃহস্পতিবার ১-১ গোলে মুম্বই সিটির বিরুদ্ধে সন্তুষ্ট থাকতে হল এটিকে মোহনবাগানকে।
শুরুর ১০ মিনিটের মধ্যেই মেরিনার্সদের এগিয়ে দিয়েছিলেন ডেভিড উইলিয়ামস। তবে ২৪ মিনিটে প্রীতম কোটালের আত্মঘাতী গোলে সমতা ফেরায় মুম্বই। এর পরে আর দুই দল গোল করতে পারেনি।
দুই দলই বাঁশি বাজার পরে ঝাঁপিয়ে পড়েছিল প্রতিপক্ষের অর্ধে। ম্যাচের ৯ মিনিটে মারাত্মক ভুল করে বসেন মুম্বই সিটি এফসির জাহাউ। বল দখলের লড়াইয়ে উইলিয়ামসের কাছে বক্সের কাছে পজেশন হারিয়ে ফেলেন জাহাউ। সেখান থেকে নিখুঁত ফিনিশিংয়ে ১-০ করে দিয়েছিলেন অজি স্ট্রাইকার। বৃহস্পতিবারই আইএসএল-এ ৫০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন ডেভিড উইলিয়ামস। মুম্বই সিটির বিরুদ্ধে একমাত্র মেরিনার্স হিসেবে গোল করার রেকর্ড একমাত্র তাঁর-ই রয়েছে। সেই রেকর্ড অক্ষুণ্ন রেখে মুম্বইয়ের বিরুদ্ধে এদিন তৃতীয় গোল করে যান ডেভিড উইলিয়ামস।
আরও পড়ুন: “হারাটা ইস্টবেঙ্গল অভ্যাসে পরিণত করে ফেলেছে!” প্রাক্তনীদের বিষ্ফোরক চিঠি ক্লাবকে
২৪ মিনিটে প্রীতম কোটালের ভুলে ম্যাচে সমতা ফেরায় মুম্বই। বাঁ প্রান্ত থেকে বিপিনের তোলা ক্রস ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের গোলেই বল জড়িয়ে দেন প্রীতম।
এরপরে বল পজেশন প্রথমার্ধে এগিয়ে থাকলেও আর গোল করতে পারেনি মেরিনার্সরা। দ্বিতীয়ার্ধেও একাধিক গোলের সুযোগ পেয়েছিল দুই দল। তবে জয়সূচক গোল আর আসেনি।
এটিকে মোহনবাগান: অমরিন্দর সিং, আশুতোষ মেহতা, তিরি, শুভাশিস বোস, প্রীতম কোটাল, কার্ল ম্যাকহিউ, দীপক টাংরি, মনবীর সিং, হুগো বৌমাস, লিস্টন কোলাসো, ডেভিড উইলিয়ামস,
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন