Advertisment

পদত্যাগ হাবাসের! শনিবারের বারবেলায় সবুজ মেরুন ছাড়লেন স্প্যানিশ বস

এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হাবাস। জানিয়ে দিলেন, কোচ থাকছেন না তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টানা হার এবং ড্রয়ে চাপ বাড়ছিল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের। শেষমেশ পদত্যাগই করে ফেললেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ বস। শনিবারের বারবেলায় হাবাস জানিয়ে দিলেন, তিনি সরে দাঁড়াচ্ছেন। হাবাস সরে দাঁড়ানোয় সহকারী কোচের ভূমিকায় থাকা ম্যানুয়েল ক্যাসকালানা আপাতত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন।

Advertisment

জোড়া জয়ে এবার আইএসএল অভিযান শুরু করেছিল এটিকে মোহনবাগান। এর মধ্যে ডার্বিতে দাপুটে জয়ও রয়েছে। মনে হচ্ছিল, ফের একবার অপ্রতিরোধ্য ভঙ্গিতে এগিয়ে যাবে এটিকে মোহনবাগান। বরাবরের মত। তবে তারপরেই যে ক্রমাগত ধাক্কা খেতে হবে পালতোলা ব্রিগেডকে। কে ভেবেছিল!

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১-৫ হারে দুঃস্বপ্ন শুরু হয়। তারপরে টানা চার ম্যাচে জয়ের মুখ দেখেনি এটিকে মোহনবাগান। অফ ফর্মে থাকা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেও ড্র করেছে শেষ ম্যাচে। টানা পয়েন্ট নষ্ট করায় এটিকে মোহনবাগান তো বটেই কোচ হাবাসের ওপরেও ক্রমশ চাপ বাড়ছিল। শেষমেশ তাই পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি।

আরও পড়ুন: বজ্রপাত হাবাসের সংসারে! জানুয়ারিতেই হয়ত সবুজ-মেরুন ছাড়ছেন কৃষ্ণ

আইএসএলের তর্কাতীতভাবে অন্যতম সফল কোচ হাবাস। ২০১৪-এ প্ৰথমবার এটিকে সংসারে নাম লেখান স্প্যানিশ বস। সেই বছরেই ফাইনালে কেরালাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এটিকে। পরের বছর হাবাসের এটিকে সেমিফাইনালে পৌঁছলেও চেন্নাইয়িনের কাছে হেরে যাত্রাভঙ্গ হয়।

২০১৯-এর মে মাসে হাবাস এটিকেতে দ্বিতীয়বার কোচ হয়ে আসেন। ফাইনালে সেবার এটিকে চেন্নাইয়িনকে হারিয়ে ট্রফি ঘরে তোলে। আইএসএলের ইতিহাসে প্ৰথম ম্যানেজার হিসাবে দুবার ট্রফি জয়ের বিরল নজির স্পর্শ করেন তিনি।

২০২০-তে এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তির পরে হাবাসকেই এটিকে মোহনবাগানের হেড স্যারের ভূমিকায় রাখা হয়েছিল। আর প্ৰথমবার এটিকে মোহনবাগান আইএসএল এবং লিগ চ্যাম্পিয়নশিপ জেতার খুব কাছে চলে এসেছিল। তবে দুবারই মুম্বই সিটির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Football ATK Mohun Bagan ISL atk-mohun-bagan
Advertisment