'আমরা পারবই', কঠিনতম ম্যাচের আগে কোচ ফেরান্দো হাল ছাড়তে নারাজ

প্ৰথম পর্বে ১-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয় লেগে গোলের ব্যবধান ঘুচিয়ে ফাইনালে বাগান যোগ্যতা অর্জন করতে পারে কিনা, সেটাই আপাতত দেখার।

প্ৰথম পর্বে ১-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয় লেগে গোলের ব্যবধান ঘুচিয়ে ফাইনালে বাগান যোগ্যতা অর্জন করতে পারে কিনা, সেটাই আপাতত দেখার।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

অসম্ভবকে সম্ভব করার লড়াইয়ে নামছে এটিকে মোহনবাগান। হায়দরাবাদ এফসিকে ৩ গোলের মার্জিনে হারালে তবেই মিলবে ফাইনালে খেলার ছাড়পত্র। সেমিফাইনালের প্ৰথম লেগে ১-৩ গোলে হেরে সমীকরণ অনেকটাই কঠিন করে ফেলেছে এটিকে মোহনবাগান।

Advertisment

বুধবার ব্যাম্বোলিনে তাই কড়া সমীকরণের অঙ্ক মেলানোই চ্যালেঞ্জ কোচ হুয়ান ফেরান্দোর কাছে। ড্র কিম্বা ১ গোলের ব্যবধানে জিতলেই ফাইনালে পৌঁছে যাবে মানোলো মার্কেজের হায়দরাবাদ।

লিগ টেবিলে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছিল হায়দরাবাদ। তবে একদম শেষমুহূর্তে জামশেদপুর এফসির কাছে লিগ শিল্ড উইনার্স ট্রফি হাতছাড়া হয়েছিল। সেমিফাইনালের ফার্স্ট লেগে এটিকে এমবির কাছে সেই ধাক্কা কাটিয়ে দারুণ ছন্দে খেলেছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। মানসিকভাবে দ্বিতীয় লেগে নামার আগে এই ঘটনাই হায়দরাবাদকে সবুজ মেরুনের থেকে এগিয়ে রাখছে।

আরও পড়ুন: হার্দিক-মুম্বই সম্পর্কে প্রকাশ্যে অবনতি! বড়সড় ঘটনায় ঝড় তুললেন সুপারস্টার

Advertisment

তবে এখনও আশা ছাড়ছেন বাগান কোচ হুয়ান ফেরান্দো। ম্যাচের আগের দিন তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন, "ফুটবলে সবথেকে বড় ফ্যাক্টর হল মানসিকতা। শেষ কয়েক ম্যাচ আমাদের জন্য মোটেই ভাল কাটেনি। তবে সেকেন্ড লেগে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব আমরা।"

"ফুটবলে সমস্ত কিছুই সম্ভব। তবে অবশ্যই এটা মোটেই সহজ নয়। সমস্ত পরিস্থিতির জন্য প্ল্যান তৈরি রাখা প্রয়োজন। মাঠে হায়দরাবাদের প্ল্যানিংয়ের মোকাবিলা করতে হবে। তবে আমাদের পরিকল্পনা এবং আমরা নিজেদের প্ল্যানে কতটা ফোকাসড, সেটা ফারাক গড়ে দেবে।"

এমন পরিস্থিতিতে আগেও পড়েছেন দাবি করছেন বাগান কোচ। বলছেন, "এরকম অবস্থার সম্মুখীন আমি আগেও হয়েছি। একটা মাত্র প্ল্যানের ওপর ভরসা রাখতে হবে। দ্বিতীয় বিষয় হল কোভিডের কারণে কোয়ারেন্টিনের জন্য বেশি পর্যাপ্ত ট্রেনিং সেশন আয়োজন করতে পারিনি। তবে নিজেদের পেশাদারিত্বের ওপর আস্থা রাখতে হবে। বিশ্বাস করতে হবে আমরা পারবই।"

অন্যদিকে, হায়দরাবাদ কোচ জানাচ্ছেন, "আমরা জানি ফাইনালে ওঠার বিষয়ে আমরাই ফেভারিট। এই মুহূর্তে পুরো চাপ-ই রয়েছে এটিকে মোহনবাগানের ওপর।"

বুধবার সবুজ মেরুন ব্রিগেড অসাধ্য সাধন করতে পারে কিনা, সেটাই দেখার।

Indian Football ATK Mohun Bagan ISL atk-mohun-bagan