Advertisment

ড্র করলেই নিশ্চিত প্লে অফ, তবু তিন পয়েন্টই চাই মেরিনার্সদের! জেনে নিন আসল হিসেব

ছন্নছাড়া চেন্নাইয়িনের বিরুদ্ধে জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চাইছে হুয়ান ফেরান্দোর দল। জয়ে শীর্ষে থাকা দলের সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমে আসবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বৃহস্পতিবার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়িনের মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত এমন সমীকরণ সামনে রেখে ফতোরদা স্টেডিয়ামে নামছে সবুজ মেরুন ব্রিগেড। জোড়া ড্রয়ের পরে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়ে ফিরেছে হুয়ান ফেরান্দোর মোহনবাগান। লক্ষ্মীবারে আর একটা জয়েই লিগের শীর্ষে থাকা দলের সঙ্গে পয়েন্টের ফারাক আরও কমিয়ে আনতে পারবেন কৃষ্ণ-বৌমাসরা।

Advertisment

হাবাস জমানা খতমের পরে ফেরান্দোর বাগান টানা ১৪ ম্যাচ অপরাজিত। আইএসএলের ইতিহাসে টানা অপরাজেয় থাকার নিরিখে যা কার্যত দ্বিতীয় সেরা। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান বর্তমানে টেবিলের তিন নম্বরে রয়েছে।

আরও পড়ুন: জিমন্যাস্টিক ছেড়ে দিয়েছেন রিও মাতানো দীপা! সাসপেন্ড হতেই বিরাট ঘোষণা কোচ নন্দীর

চেন্নাই ম্যাচে জিতলেই মেরিনার্সরা লিগের ওপরে থাকা দুই দল জামশেদপুর (১৮ ম্যাচে ৩৭) এবং হায়দরাবাদ এফসির (১৯ ম্যাচে ৩৪) সঙ্গে ব্যবধান কমিয়ে আনবে। তিন পয়েন্টের বদলে ড্রয়ের এক পয়েন্টেও বাগানকে প্লে অফের টিকিট নিশ্চিত করে দেবে। তবে শিল্ড উইনার্স ট্রফি জয়ের জন্য জয় চাই-ই।

বাগানে বেশ কয়েক ম্যাচ ধরেই চোট আঘাতের সমস্যা লেগেই রয়েছে। সেরা তিন বিদেশি- রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, হুগো বৌমাস আক্রমণের তিন স্তম্ভেরই চোট রয়েছে। বিদেশি ফরোয়ার্ডদের অনুপস্থিতিতে কোচ ফেরান্দোকে ভরসা করতে হচ্ছে মনবীর, লিস্টন কোলাসোদের মত দেশি তারকাদের ওপরে। বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে জনি কাউকোকে।

বিদেশিদের অনুপস্থিতিতে লিস্টনরা যেন জ্বলে ওঠেন বাকি ম্যাচের মত, সেটাই আপাতত আশা করছেন কোচ ফেরান্দো।

বাগানে যেমন সমস্যা নিয়েও বসন্তের সুবাতাস, তেমনটা অবশ্য একদমই নেই চেন্নাইয়িন দলে। এবার লিগের দ্বিতীয় পর্যায়ে একদমই শোচনীয় ফর্মে রয়েছে চেন্নাইয়িন। শেষ ৯ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে। অন্তর্বর্তীকালীন কোচ সাব্বির পাশা অবশ্য আশাবাদী, সবুজ মেরুনকে হারিয়ে অঘটন ঘটাতে পারবেন তাঁরা। নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে পারবে দক্ষিণী দলটি, সেটাই এখন দেখার।

atk-mohun-bagan Mohunbagan ATK Mohun Bagan Indian Football ISL
Advertisment