Advertisment

পরপর দু ম্যাচে গোলের কোনটা সেরা! ডার্বি মাতানোর পরেই মুখ খুললেন লিস্টন

ডার্বিতে মোহনবাগানের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি ইস্টবেঙ্গল। তিন গোল হজম করে লজ্জার হার শিকার করেছে লাল হলুদ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ডার্বি জেতার পরের দিন রয় কৃষ্ণ, জনি কাউকোদের সকালবেলা কাটল হোটেল রুমেই। ডার্বি জয়ের উচ্ছ্বাস সরিয়ে প্রায় দু ঘন্টা হল রিকভারি সেশন। পুরো দলের ওপরেই কড়া নজর ছিল কোচ আন্তোনিও হাবাসের। রবিবার বিকালে পুরো দলকে বিশ্রাম দিয়েছেন স্প্যানিশ কোচ। বুধবার আইএসএলে সবুজ মেরুন ব্রিগেডের পরের ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। সেই ম্যাচেই আপাতত পাখির চোখ মেরিনার্সদের। ডার্বির দুই গোলদাতা লিস্টন কোলাসো, মনবীর সিংদের গলাতে তারই প্রতিধ্বনি।

Advertisment

মনবীর সিং: "ডার্বিতে ফের একবার গোল পেয়ে ভাল লাগছে। ডার্বিতে গোল করার আনন্দই আলাদা। সবথেকে বড় বিষয় দল জিতেছে। আমরাও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছি। গতবারের মতই এবারেও আমাদের শুরুটা বেশ ভাল হয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। প্ৰথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে আমাদের পারফরম্যান্স আরও ভাল হয়েছে। ক্লিনশিট রেখে ম্যাচ জিতেছি, এটা বড় বিষয়।"

আরও পড়ুন: হাবাসের বারুদে ঝলসে শ্রী-হীন ইস্টবেঙ্গল! গোয়ায় ডার্বির রং সবুজ-মেরুন

"ডার্বিতে কত গোলে জিতলাম, তার থেকেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করা। রবিবার থেকে ডার্বি অতীত। পরের ম্যাচে পূর্ণ ফোকাস করছি আমরা। মুম্বই ম্যাচে আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। কঠিন সেই ম্যাচে জিতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাই আমরা। ম্যাচ ধরে ধরে এগোনোর কথা পরামর্শ দেন কোচ। সেটাই আমাদের সকলের লক্ষ্য।"

লিস্টন কোলাসো: "ছোটবেলা থেকে ডার্বিতে খেলার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণ করতেই কলকাতায় আসা। সবুজ মেরুন জার্সিতে সেই সুযোগে গোল করতে পেরে দারুণ লাগছে। আমার অনেক বন্ধু জানতে চাইছেন, পরপর দু-ম্যাচে গোলের কোনটা সেরা। আমার মতে দুটোই। কারণ, কেরালার বিরুদ্ধে গোলটা ছিল এটিকে মোহনবাগানের হয়ে প্ৰথম গোল। অসম্ভব তৃপ্তি দিয়েছিল ওই গোলটা। আর ডার্বির গোলে স্বপ্নপূরণ হয়েছে। ডার্বির গোল মেরিনার্স সমর্থকদের উৎসর্গ করছি।"

আরও পড়ুন: ঝাপসা হয়ে যাচ্ছে বড়ে মিঞা-র স্মৃতি! বেনজির সাহায্য নিয়ে হাত বাড়াল ইস্টবেঙ্গল

"ডার্বি জেতার পরে আমাদের লক্ষ্য আপাতত মুম্বই ম্যাচ জেতা। ওই ম্যাচেও নিজেদের সেরাটা দিতে হবে। ডার্বির ভুল ত্রুটি শুধরে মুম্বই ম্যাচে নামতে হবে। যে গোলের সুযোগ নষ্ট করেছি, সেই বিষয়ে রাতে অনেকক্ষণ ভেবেছি। সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সেই প্রতিজ্ঞা নিয়েই পরের ম্যাচে নামব।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Eastbengal East Bengal ATK East Bangal ISL atk-mohun-bagan East Bengal Club
Advertisment