New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/Roy-Krishna.jpeg)
ছন্নছাড়া চেন্নাইয়িনের বিরুদ্ধে জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চাইছে হুয়ান ফেরান্দোর দল। জয়ে শীর্ষে থাকা দলের সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমে আসবে।
এটিকে মোহনবাগান: ১ (রয় কৃষ্ণ)
চেন্নাইয়িন এফসি: ০
অবশেষে প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলল এটিকে মোহনবাগান। যাঁর খেলা নিয়ে সংশয় ছিল, সেই রয় কৃষ্ণ-ই ম্যাচের একমাত্র গোল করে দলকে তিন পয়েন্টের অক্সিজেন দিয়ে সেমি নিশ্চিত তো বটেই দলকে লিগ টেবিলের মগডালে পৌঁছে দিলেন জামশেদপুরের সঙ্গে একই ব্র্যাকেটে ফেলে।
পয়েন্ট তালিকায় আট নম্বরে থাকা চেন্নাইয়িনের বিরুদ্ধে এক পয়েন্ট হলেই সেমি পৌঁছে যেত সবুজ মেরুন ব্রিগেড। তবে তিন পয়েন্ট হাতছাড়া হলে শিল্ড উইনার্সের দৌড় থেকে ছিটকে যেত বাগান। সেই সংশয় না রেখেই দলে ফিরে গোল করে বাগানে ফুরফুরে হাওয়া বইয়ে দিলেন ফিজির সুপারস্টার।
আরও পড়ুন: মোহনবাগানের জার্সিতে ব্যাটে ঝড় তোলেন কোহলি! বিরাটের বাঙালি কোচ এখনও সুখ-স্মৃতিতে ডুবে
লিগ টেবিলের শেষের দিকে থাকা দলের বিরুদ্ধে জয় অবশ্য বৃহস্পতিবার সহজে আসেনি। কঠিন লড়াই ছুঁড়ে দিয়েছিল চেন্নাইয়িনের রক্ষণ। ম্যাচের একমাত্র গোলের জন্য ফেরান্দোর দলকে সেই জন্য বিরতির আগে পর্যন্ত অপেক্ষা করতে হল। জনি কাউকোর দুরন্ত পাস থেকে গোল করে আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মার্সেলিনহোকে ধরে ফেললেন তিনি। সামনে মাত্র তিনজন।
Goal machine! ⚽️
Roy Krishna equals Marcelinho in the ISL all-time goalscorers list. Just three players ahead of him now!#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #CFCATKMB pic.twitter.com/gROzCbx7Pw— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 3, 2022
দ্বিতীয়ার্ধেও প্রবল দাপট নিয়ে খেলে আর গোল তুলতে পারেনি সবুজ মেরুন শিবির। চেন্নাইয়িন রক্ষণাত্মক ফুটবলে পুরো অর্ধেই আটকে দেয় মেরিনার্সদের।
বৃহস্পতিবারের জয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক ম্যাচ অপরাজেয় থাকার তালিকায় এফসি গোয়াকে ছুঁয়ে ফেলল এটিকে মোহনবাগান। আর একটা ম্যাচ জিতলেই সেরার সেরা হয়ে যাবেন কৃষ্ণ-কাউকোরা।
এটিকে মোহনবাগান:
অমরিন্দর সিং, তিরি, সন্দেশ জিংঘান, জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, মনবীর সিং, শুভাশিস বোস, লিস্টন কোলাসো, প্রীতম কোটাল, রয় কৃষ্ণ, দীপক টাংরি