জোড়া হারের পরে এটিকে মোহনবাগান ফতোরদা স্টেডিয়ামে শনিবাসরীয় দ্বৈরথে নামছে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। আগের দুটো ম্যাচেই গতবারের ফাইনালিস্টরা হার হজম করেছে মুম্বই সিটি এফসি এবং জামশেদপুর এফসির বিপক্ষে। লিগ তালিকায় শীর্ষে থাকা মুম্বইয়ের কাছে হাবাসের ছেলেরা বিধ্বস্ত হয়েছিল ১-৫ এ। জামশেদপুরের কাছে ১-২ হেরে সবুজ মেরুন আবার নেমে গিয়েছে ষষ্ঠ স্থানে।
অন্যদিকে, অপরাজিত চেন্নাইয়িন এফসি আবার সাত পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চার নম্বরে। সন্দেশ জিংঘান এবং তিরির অনুপস্থিতিতে একদম বেআব্রু হয়ে পড়ছে মেরিনার্সদের রক্ষণ। প্ৰথম চার ম্যাচেই সাত গোল হজম করেছে এটিকে মোহনবাগান। গতবার গোটা লিগ পর্বে মাত্র ১৫ গোল খেয়েছিল এটিকেএমবি।
আরও পড়ুন: লড়েও হল না শেষ রক্ষা! টানা দুটো ম্যাচ হেরে প্ৰথম চারের বাইরে কৃষ্ণরা
চেন্নাই আবার এখনও পর্যন্ত টুর্নামেন্টে মাত্র ১ গোল হজম করেছে। তাও আবার সেট পিস থেকে গোলকিপারের সামান্য ভুলে। চেন্নাইয়িনের রক্ষণ চলতি আইএসএলের অন্যতম সেরা মানা হচ্ছে। এই পরিসংখ্যানই মাথা ব্যথা বাড়াচ্ছে কোচ হাবাসের।
আপাতত চেন্নাইয়িন ম্যাচে মোহনবাগানের ভরসা রয় কৃষ্ণ, হুগো বৌমাস এবং মনবীর সিংয়ের দুরন্ত আক্রমণভাগ। চেন্নাইয়িন ম্যাচের আগে কোচ হাবাস প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন, "প্ৰথম ম্যাচে একাধিক গোলে জেতার পরে অনেকে আমাদের উদবাহু হয়ে প্রশংসা শুরু করে দিয়েছিলেন। বারবার বলে আসছি, দুটো ম্যাচ কখনও এক হতে পারে না। চেন্নাই ম্যাচও সম্পূর্ণ আলাদা। আমাদের স্রেফ ব্যালান্স ঠিক করতে হবে। দলের আত্মবিশ্বাস ফেরাতে হবে। ডার্বি জয়ের পরে আমাদের গায়ে সেরার তকমা লাগানো হচ্ছিল। এখন ১০ দিনের মধ্যে আমরা এতটাও খারাপ হয়ে যেতে পারি না! মাঠে নেমে আমাদের প্রমাণ করতে হবে, আমরাই সেরা। চেন্নাই ভাল দল। আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।"
ম্যাচে নামার আগে হাবাসের দলকে সমীহ করছেন চেন্নাইয়িন কোচ বোজিদার ব্যান্ডোভিচ, "এটিকে মোহনবাগান টুর্নামেন্টের অন্যতম সেরা দল। ওঁদের সমীহ করতেই হবে। এখন ওঁরা আরও বিপজ্জনক।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন