Advertisment

দুরন্ত গোল কৃষ্ণ-মার্সেলিনহোর! বেঙ্গালুরুকে হারিয়ে হাবাস বাহিনী চাপে ফেলল মুম্বইকে

আগের ম্যাচে ৪ গোলে ওড়িশা এফসিকে চূর্ণ করার পর এদিন এটিকে মোহনবাগানের সামনে ছিল বেঙ্গালুরু এফসি। লক্ষ্য ছিল লিগ টেবিলের শীর্ষে ওঠার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এটিকে মোহনবাগান: ২ (রয় কৃষ্ণ, মার্সেলিনহো)

Advertisment

বেঙ্গালুরু এফসি: ০

শীর্ষে ওঠার পথে আরো একধাপ এগোল এটিকে মোহনবাগান। মঙ্গলবার বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে। দুটো গোলই এল স্পট কিক থেকে। মার্সেলিনহো এবং রয় কৃষ্ণের গোলে এটিকেএমবি সহজে হারাল সুনীল ছেত্রীদের। তারপরেই শীর্ষে থাকা মুম্বই সিটিকে এফসিকে চাপে রেখে দিল। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই। আপাতত সমসংখ্যক ম্যাচে ১ পয়েন্টে পিছিয়ে সবুজ মেরুন ব্রিগেড।

এদিন ফতোরদা স্টেডিয়ামে তিনটে পরিবর্তন ঘটিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন কোচ হাবাস। প্রীতম কোটাল, প্রণয় হালদার এবং জাভিয়ের হার্নান্দেজের জায়গায় স্প্যানিশ কোচ নামিয়েছিলেন যথাক্রমে প্রবীর দাস, কার্ল ম্যাকহিউ এবং ডেভিড উইলিয়ামস।

শুরুতে প্রাধান্য নিয়ে খেলা শুরু করেছিল নৌশাদ মুসার বেঙ্গালুরু। আক্রমণাত্মক জমাট ফুটবল উপহার দিচ্ছিলেন সুনীলরা। বল পজেশনে অনেক এগিয়ে ছিল বেঙ্গালুরু।

এটিকেএমবি প্রেসিং ফুটবল খেললেও বেঙ্গালুরু মাঝমাঠের দখল নেওয়ায় সেভাবে আক্রমণে লোক বাড়াতে পারছিল না সবুজ মেরুন ব্রিগেড। ৩৫ মিনিটেই প্রথম গোলের সন্ধান পায় হাবাস বাহিনী। বক্সের মধ্যে প্রতীক চৌধুরী ফাউল করেছিলেন রয় কৃষ্ণকে। রেফারি পেনাল্টি দিতে দ্বিধা করেননি। পেনাল্টি থেকে চলতি টুর্নামেন্টে নিজের ১২তম গোল করে যান ফিজিয়ান তারকা। এরপরেই শুরু হয় এটিকের আধিপত্য।

বিরতির ঠিক আগেই স্কোরলাইন ২-০ করেন মার্সেলিনহো। দুরন্ত ফ্রি কিক থেকে গোল করে যান তারকা। দ্বিতীয়ার্ধে আর গোল আসেনি।

এটিকে মোহনবাগান: অরিন্দম ভট্টাচার্য, প্রবীর দাস, সন্দেশ জিংঘান, তিরি, শুভাশিস বোস, মনবীর সিং, লেনি রদ্রিগেজ, কার্ল ম্যাকহিউ, মার্সেলো পেরেরা, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

atk-mohun-bagan Bengaluru FC
Advertisment