Advertisment

রয় কৃষ্ণের গোলে শীর্ষে এটিকেএমবি, হারল জামশেদপুর

প্লে অফ কার্যত নিশ্চিত হয়েই গিয়েছে। এমন অবস্থায় জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল হাবাসের এটিকে মোহনবাগান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এটিকে মোহনবাগান: ১ (রয় কৃষ্ণ)
জামশেদপুর এফসি: ০

Advertisment

শীর্ষে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। জামশেদপুর এফসিকে হারিয়ে লিগ টেবিলের মগডালে মেরিনার্সরা। ম্যাচের শেষ লগ্নে এটিকেএমবি-র হয়ে গোল করে ত্রাতার ভূমিকায় সেই রয় কৃষ্ণ।

জামশেদপুরের বিরুদ্ধে হাবাসের লক্ষ্য ছিল জোড়া। প্রথম পর্বে ওয়েন কয়েলের দলের কাছে হারের বদলা নেওয়া এবং মুম্বইকে সাময়িকভাবে হলেও দ্বিতীয়স্থানে পিছিয়ে দিয়ে একনম্বরে পৌঁছে যাওয়া। সেই লক্ষ্যে সফল এটিকে। ১৭ ম্যাচে এটিকেএমবি আপাতত শীর্ষে ৩৬ পয়েন্টে। এক ম্যাচ কম খেলে মুম্বইয়ের সংগ্রহে ৩৪ পয়েন্ট।

আগের ম্যাচের একাদশ থেকে জামশেদপুর যেখানে অপরিবর্তিত দল রাখা হয়েছিল, অন্যদিকে, হাবাস একমাত্র পরিবর্তন করেন প্রবীর দাসের বদলে রাইট উইংয়ে প্রীতম কোটালকে নামিয়ে।

প্রথমার্ধে দুই দলই গোল করতে পারেনি। এটিকেএমবি বল পজিশনে কিছুটা এগিয়ে থাকলেও গোল আসেনি। ৮৫ মিনিটে ডেভিড উইলিয়ামসের পাস থেকে ম্যাচের একমাত্র গোল করে যান ফিজিয়ান তারকা।

আরো পড়ুন: দুরন্ত গোল কৃষ্ণ-মার্সেলিনহোর! বেঙ্গালুরুকে হারিয়ে হাবাস বাহিনী চাপে ফেলল মুম্বইকে

এটিকে মোহনবাগান: 
অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, সন্দেশ জিংঘান, তিরি, শুভাশিস বোস, লেনি রদ্রিগেজ, কার্ল ম্যাকহিউ, মনবীর সিং, মার্সেলিনহো, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

atk-mohun-bagan ISL
Advertisment