এর আগে জোড়া ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল। তৃতীয় ম্যাচেও মাঠে নামার আগে ফের ধাক্কা খেল সবুজ মেরুন শিবির। বৃহস্পতিবার এটিকে মোহনবাগানের খেলার কথা ছিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। তবে সেই ম্যাচের একদিন আগে লিগ কর্তৃপক্ষের তরফে ম্যাচ স্থগিত রাখা হল।
বলে দেওয়া হল, কেরালা শিবিরে একাধিক ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় ম্যাচে দলই নামাতে পারবে না হলুদ জার্সির দল।
আরও পড়ুন: কোচের সিংহাসনে বসেই জয় উপহার রিভেরার! নাওরেমের জোড়ায় অবশেষে ৩ পয়েন্ট ইস্টবেঙ্গলে
পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, এর আগে স্থগিত হয়ে যাওয়া এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ খেলা হবে ২৩ জানুয়ারি, রবিবার মারগাঁও স্টেডিয়ামে।
দু-দিন আগে একইভাবে জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ একইভাবে স্থগিত লড়ে দেওয়া হয়েছিল। জামশেদপুরের স্কোয়াড ম্যাচে নামার মত পর্যাপ্ত ফুটবলার না থাকায়। রবিবার ভাস্কোয় মুম্বই সিটি এফসি বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচেও থাবা বসিয়েছিল করোনা। সেই ম্যাচও নির্ধারিত সূচি মেনে খেলা হয়নি।
সবমিলিয়ে একের পর এক ম্যাচ স্থগিত করে কতদিন টানা হবে টুর্নামেন্ট, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন