Advertisment

শেষ মুহূর্তে গোল হজম করে ড্র মেরিনার্সদের, খালিদ অপরাজিত-ই

লিগ শিল্ড উইনার্স ট্রফি হাতছাড়া হয়েছে। মুম্বই সিটির বিরুদ্ধে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নও ধূলিসাৎ হয়েছে হাবাস বাহিনীর। তাই আপাতত পাখির চোখ লিগ চ্যাম্পিয়ন হওয়াতেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এটিকে মোহনবাগান: ১ (ডেভিড উইলিয়ামস)

Advertisment

নর্থ ইস্ট ইউনাইটেড: ১ (ইদ্রিসা সাইলা)

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করে বসল এটিকে মোহনবাগান। প্লে অফে এদিন জিতলেই ফাইনালের দরজা খুলে ফেলতে পারত সবুজ মেরুন ব্রিগেড। প্রথমার্ধে ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়েও ছিল এটিকেএম্বি। তবে রক্ষণের ভুলে গোল হজম করে শেষদিকে সমস্যায় পড়ল হাবাসের ছেলেরা।

দায়িত্ব নেওয়ার পর নর্থ ইস্ট ইউনাইটেডে অপরাজিত তকমা নিয়ে মেরিনার্সদের বিপক্ষে খেলতে নেমেছিলেন। অন্যদিকে, এটিকে এমবি ছিল খোঁচা খাওয়া বাঘ। আগের ম্যাচে মুম্বই সিটি এফসির কাছে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

সেই কারণে জিততেই হবে এমন দৃষ্টিভঙ্গি নিয়ে হাবাস আগের ম্যাচের একাদশ থেকে তিনটে পরিবর্তন করেন। হাভি হার্নান্দেজ, প্রবীর দাসের সঙ্গে দলে রাখা হয় শুভাশিস বোসকে।

শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে মনবীর, রয় কৃষ্ণরা আক্রমণের ফুলঝুরি ছোটালেও পাহাড়ি দলের রক্ষনের সামনে আটকে পড়ছিলেন।

৩৪ মিনিটেই প্রথম গোল করে দিয়েছিলেন ডেভিড উইলিয়ামস। রয় কৃষ্ণের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন অজি স্ট্রাইকার।

এরপর সারাক্ষণই ম্যাচে দাপট বজায় রেখেছিল সবুজ মেরুন বাহিনী। সন্দেশ জিনঘানের নেতৃত্বে এটিকের রক্ষণ ভরসা জোগালেন। তবে খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে সংযোজিত সময়ে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে সমতা ফিরিয়ে দেন সুপার সাব ইদ্রিসা সাইলা।

এটিকে মোহনবাগান:

ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ, মনবীর সিং, লেনি রদ্রিগেজ, জাভি হার্নান্দেজ, মার্সেলিনহো, শুভাশিস বোস, কার্ল ম্যাকহিউ, প্রীতম কোটাল, প্রবীর দাস, অরিন্দম ভট্টাচার্য

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

atk-mohun-bagan ISL
Advertisment