ISL 2021 ATK Mohun Bagan vs Odisha FC match postponed just few hours Sports: করোনার ঢেউ এবার বাগানে! শনিবারের বারবেলায় বিরাট দুঃসংবাদ মেরিনার্সদের | Indian Express Bangla

করোনার ঢেউ এবার বাগানে! শনিবারের বারবেলায় বিরাট দুঃসংবাদ মেরিনার্সদের

শনিবার মাঠে নামার কথা ছিল এটিকে মোহনবাগান এবং ওড়িশা এফসির। সেই ম্যাচ স্থগিত করে দেওয়া হল আচমকাই।

করোনার ঢেউ এবার বাগানে! শনিবারের বারবেলায় বিরাট দুঃসংবাদ মেরিনার্সদের

গোটা দেশে করোনার সংক্রমণে কাবু। এর মধ্যেই এটিকে মোহন বাগান শিবিরে করোনার হানা দেখা দিল। শনিবার ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে স্থগিত হয়ে গেল ওড়িশা এফসি ম্যাচ। ফতোরদা স্টেডিয়ামে ফেরান্দোর এটিকে মোহনবাগানের সঙ্গে শনিবার খেলার কথা ছিল ওড়িশা এফসির। সেই ম্যাচের আগে জানা গেল সবুজ মেরুন এক ফুটবলার করোনায় আক্রান্ত।

আইলিগের খেলা করোনা সংক্রমণের আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল। এবার সেই আশঙ্কাই লিগ কর্তৃপক্ষের সরকারি ঘোষণায়। সরকারি বিবৃতিতে স্রেফ শনিবারের খেলা বন্ধ হওয়ার খবর জানানো হলেও, শোনা যাচ্ছে, আইএসএলের বায়ো বাবলের নিরাপত্তা ভালোই বিঘ্নিত হয়েছে। অন্তত, সবুজ মেরুন রক ফুটবলারের করোনা রিপোর্ট পজিটিভ আসায় সেরকমই ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন: নতুন বছরে বিরাট সুখবর বাগানে! ইউরোপ ফেরত সুপারস্টার ফিরলেন দলে

গোটা দেশেই ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে নাজেহাল। দেশের করোনার সংক্রমণ দৈনিক হার দেড় লাখ ছুঁয়ে ফেলেছে। সেই প্রকোপে এবার পড়ল গোয়ায় অনুষ্ঠিত হওয়া আইএসএল-ও।

বাগান ফুটবলার করোনা আক্রান্ত হওয়ার পরই তড়িঘড়ি লিগের মেডিক্যাল আধিকারিকরা বৈঠকে বসেন লিগ কর্তৃপক্ষের সঙ্গে। সেই আলোচনাতেই শনিবারের খেলা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোন ফুটবলার করোনায় আক্রান্ত হলেন, তা সরকারি বিবৃতিতে প্রকাশ করা হয়নি। দিন দুয়েক আগেই হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ খেলেছিল এটিকে মোহনবাগান।

আরও পড়ুন: দ্রুততম গোলেও হল না শেষরক্ষা! মেরিনার্সদের জয়ের হ্যাটট্রিক আটকাল শেষ মিনিটে

কর্তৃপক্ষের নজরে উঠে আসছে এই ম্যাচ-ই। সেই ম্যাচে যে ফুটবলার অংশ নিয়েছিলেন দুই দলের। তাঁদের সকলকেই ফের কয়েক রাউন্ড আরটিপিসিআর টেস্ট করা হবে। লিগের বিবৃতিতে বলা হয়েছে, “সমস্ত দলের প্রত্যেক ফুটবলার, সাপোর্ট স্টাফ সহ সকলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে লিগ কমিটি।”

আইএসএলে ফুটবলার আক্রান্ত হওয়ার জল কতদূর গড়ায়, সেটাই আপাতত দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Isl 2021 atk mohun bagan vs odisha fc match postponed just few hours

Next Story
IPL-এ বেগুনি টুপির মালিক হর্ষল! তবু তারকাকে নেয়নি RCB, রহস্য ফাঁস অবশেষে