/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/ATK_MB.jpeg)
শনিবার সন্ধ্যায় খেলা ছিল এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরুর এফসির ম্যাচ।
যে আশঙ্কা করা হয়েছিল, সেটাই হল। শনিবার সন্ধ্যায় খেলা ছিল এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরুর এফসির ম্যাচ। সকালেই এটিকে মোহনবাগানের তরফে জানিয়ে দেওয়া হল, ম্যাচ আপাতত স্থগিত করে দেওয়া হল।
এই নিয়ে সবুজ মেরুন শিবিরের টানা দুটো ম্যাচ স্থগিত হল। এর আগে গত সপ্তাহেই ওড়িশা এফসি ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ম্যাচের নতুন সূচি ঘোষণা করার আগেই নতুন ধাক্কা।
লীগের সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, "ম্যাচ খেলার আগে একাধিক ফ্যাক্টর বিবেচনা করতে হয়। সংশ্লিস্ট দল স্কোয়াড মাঠে নামাতে সমর্থ হবার কিনা, ক্লাবের ফুটবলার সহ বাকিদের নিরাপত্তা, ফ্র্যাঞ্চাইজিতে কোভিডের সংক্রমণের হার কতটা।"
"সমস্ত ফ্র্যাঞ্চাইজির বায়ো বাবলের মধ্যে নিরাপত্তা সবসময়েই আমাদের অগ্রাধিকার। লিগের তরফে পুরো পরিস্থিতি নজর রাখা হচ্ছে। সেই অনুযায়ী, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।"