কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেকের দিনেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় সর্বপ্রথম জানানো হয়েছিল ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌঁড়ে হটফেভারিট লাল হলুদে কোচিং করিয়ে যাওয়া মারিও রিভেরা। সেই খবরে সিলমোহর দিয়ে বছরের প্ৰথম দিনে বড় আপডেটে ইস্টবেঙ্গল জানিয়ে দিল আলেহান্দর প্রাক্তন সহকারী মারিও রিভেরা তাঁদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
বড়দিনের আবহে ইস্টবেঙ্গলে শেষ হয়ে গিয়েছে হোসে ম্যানুয়েল দিয়াজের সঙ্গে গাঁটছড়া। মাঝে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছিলেন রেনেডি সিং।
আরও পড়ুন: স্প্যানিশ কোচের বদলে স্প্যানিশ কোচই আনছে ইস্টবেঙ্গল! ময়দানের চেনা মুখেই আস্থা
কোয়েস জমানায় আলেয়ান্দ্রোর সহকারী হিসাবে ময়দানে আবির্ভাব ঘটেছিল মারিও রিভেরার। তারপরে তিনিই হেড কোচের দায়িত্ব পালন করেন। সাত ম্যাচে সেবার কোচিং করিয়ে দলকে দ্বিতীয় স্থানে পৌঁছে দেন। আইলীগে দায়িত্ব সামলানোর পরে কোয়েস জমানার সঙ্গেই ইস্টবেঙ্গলে প্রাক্তন হয়ে গিয়েছিলেন তিনি।
আইএসএল-এ অন্তর্ভুক্তি ঘটার পরে রিভেরার জায়গায় কোচ করে আনা হয়েছিল রবি ফাউলারকে।
প্রাক্তন কোচকে নতুন দায়িত্বে আনার পরে ক্লাবের সিইও শিবাজী সমাদ্দার জানিয়েছেন, "মারিওকে কোচ হিসেবে নিয়োগ করতে পেরে ভাল লাগছে। এর আগে ইস্টবেঙ্গলে ওঁর কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। বাকি মরশুমের জন্য দলের উন্নতিতে উনি সহায়ক হতে পারবেন।"
আরও পড়ুন: ISL-এ খেলার পরিকাঠামোই নেই ইস্টবেঙ্গলের! বিদায়ের দিনেই ফুঁসে উঠলেন দিয়াজ
২০১৮-১৯ মরশুমে আলেয়ান্দ্রোর সহকারী হিসাবে রিভেরা ৩২ ম্যাচে দায়িত্বে ছিলেন। তারপরেই আলেয়ান্দ্রোর পরিবর্তে হেড কোচের সিংহাসনে বসেন উয়েফা প্রো লাইসেন্স থাকা স্প্যানিশ এই কোচ। আপাতত স্পেন থেকে গোয়ায় পৌঁছনোর পরে বাধ্যতামূলক কোয়ারেন্টিন কাটাবেন দু সপ্তাহ। তারপরে দলের অনুশীলনে যোগ দেবেন তিনি। মঙ্গলবার ইস্টবেঙ্গল পরের ম্যাচে নামবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।
কেন মারিওকে বাছল ইস্টবেঙ্গল? জানা যাচ্ছে, ভারতীয় ফুটবল সম্পর্কে ভাল অভিজ্ঞতা রয়েছে মারিও-র। তাছাড়া ইস্টবেঙ্গলের অনেক ফুটবলারকেই তিনি চেনেন কলকাতা ময়দানে কোচিং করানোর সূত্রে। অচেনা বিদেশি কোচ নিয়োগ করলে ভারতীয় ফুটবলে ধাতস্থ হতে যেমন সময় লাগবে, তেমন ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব মিটতেই মরশুম গড়িয়ে যাবে। তাই সেক্ষেত্রে চেনা বিদেশি কোচেই আস্থা থাকল ক্লাবের।
জানুয়ারির ৪, ৭, ১১-য় ইস্টবেঙ্গল পরপর ম্যাচ খেলবে বেঙ্গালুরু, মুম্বই এবং জামশেদপুরের বিরুদ্ধে। এরপরে একসপ্তাহ বিশ্রাম নিয়ে লাল হলুদ মাঠে নামবে ১৯ তারিখে এফসি গোয়ার বিরুদ্ধে। তাড়াতাড়ি সই সাবুদ পর্ব মিটিয়ে মারিও স্পেন থেকে যদি গোয়ায় চলে আসেন, তাহলে কোয়ারেন্টিন কাটিয়ে এফসি গোয়া ম্যাচেই ডাগ আউটে বসতে পারবেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন