সবকিছু ঠিকঠাক থাকলে স্প্যানিশ কোচের বদলে স্প্যানিশ কোচকেই হটসিটে বসাতে চলেছে ইস্টবেঙ্গল। অন্তত ক্লাব সূত্রে খবর এমনটাই। সেক্ষেত্রে নতুন বিদেশি কোচ নয়, চেনা স্প্যানিশ কোচেই আস্থা থাকবে লাল হলুদের। সবকিছু ঠিকঠাক থাকলে বাকি মরশুমের জন্য ইস্টবেঙ্গলের কোচ হতে চলেছেন মারিও রিভেরা। প্ৰথমে আলেয়ান্দ্রোর সহকারী হিসাবে যাঁর কলকাতা ময়দানে প্ৰথম আবির্ভাব। তারপরে কোয়েস জমানাতেই হেড কোচের দায়িত্ব সামলেছেন।
মঙ্গলবার, সরকারিভাবে ইস্টবেঙ্গলের সঙ্গে বিচ্ছেদ পর্ব সমাপ্ত হয়েছে ইস্টবেঙ্গলের। তারপরেই ভেসে উঠেছে মারিও রিভেরার নাম। কেন মারিওকে বাছতে চলেছে ইস্টবেঙ্গল? জানা যাচ্ছে, ভারতীয় ফুটবল সম্পর্কে ভাল অভিজ্ঞতা রয়েছে মারিও-র। তাছাড়া ইস্টবেঙ্গলের অনেক ফুটবলারকেই তিনি চেনেন কলকাতা ময়দানে কোচিং করানোর সূত্রে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/FHrKffbVQAMHs6l_copy_1200x676.jpeg)
অচেনা বিদেশি কোচ নিয়োগ করলে ভারতীয় ফুটবলে ধাতস্থ হতে যেমন সময় লাগবে, তেমন ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব মিটতেই মরশুম গড়িয়ে যাবে। তাই সেক্ষেত্রে চেনা বিদেশি কোচেই আস্থা রাখতে চাইছে ক্লাব।
আরও পড়ুন: ISL-এ খেলার পরিকাঠামোই নেই ইস্টবেঙ্গলের! বিদায়ের দিনেই ফুঁসে উঠলেন দিয়াজ
জানুয়ারির ৪, ৭, ১১-য় ইস্টবেঙ্গল পরপর ম্যাচ খেলবে বেঙ্গালুরু, মুম্বই এবং জামশেদপুরের বিরুদ্ধে। এরপরে একসপ্তাহ বিশ্রাম নিয়ে লাল হলুদ মাঠে নামবে ১৯ তারিখে এফসি গোয়ার বিরুদ্ধে। তাড়াতাড়ি সই সাবুদ পর্ব মিটিয়ে মারিও স্পেন থেকে যদি গোয়ায় চলে আসেন, তাহলে কোয়ারেন্টিন কাটিয়ে এফসি গোয়া ম্যাচেই ডাগ আউটে বসতে পারবেন তিনি।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে শেষ দিয়াজ পর্ব! গোল্ডেন হ্যান্ডশেকের দিনেই ক্লাবে চূড়ান্ত পরবর্তী কোচ
এমন পরিকল্পনা কষেই এগোচ্ছে ক্লাব। ২৯ জানুয়ারি ফিরতি লেগের ডার্বি। সেক্ষেত্রে আইএসএলের ডার্বিতে ফের একবার স্প্যানিশ দ্বৈরথ দেখা যাবে। প্ৰথম ডার্বির থেকে নামটাই কেবল বদলে যাবে দুই কোচের- ফেরান্দো বনাম মারিও।
মারিও কি আসবেন ভেঙে পড়া নৌকার নাবিক হতে, সেটাই এখন প্রশ্ন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন