মানোলো দিয়াজ রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে। যুব ফুটবলে খেলেছেন বিখ্যাত ক্লাবের জার্সিতে। তারপরে রিয়াল মাদ্রিদের যুব দল, 'বি' এবং 'সি' টিমকে কোচিং করিয়েছেন ১২ বছর ধরে। স্পেনের ফুটবল জগতে মানোলো নামেই পরিচিত তিনি। ইস্টবেঙ্গলে কোচ হয়ে আসার আগে স্প্যানিশ লিগের হারকিউলিসের দায়িত্বে ছিলেন তিনি।
সবমিলিয়ে দু দশকের কোচিং কেরিয়ারে ৩২৮ ম্যাচে জয়ের হার ৪১.৭৭ শতাংশ। শেষবার রিয়াল মাদ্রিদ ক্যাসিয়ার দায়িত্বে থাকাকালীন (২০১৮-১৯ মরশুম) জয়ের হার ৪৬.৬৬ শতাংশ।
কলকাতার বিখ্যাত ক্লাবে কোচিংয়ের দায়িত্ব পেয়েই মানোলো জানিয়ে দিয়েছেন, "মাদ্রিদে আমরা বলে থাকি, আমাদের ডিএনএ-তেই জয় রয়েছে! বড় ক্লাবে কোচিং করানোর সঙ্গে যে প্রত্যাশার চাপ থাকে, তা আমরা উপভোগ করি। হাতে একদমই সময় নেই। কঠিন সময় অপেক্ষা করছে। তবে আমরা সেরাটা দিয়ে ক্লাবকে আইএসএলে ভাল জায়গায় রাখতে চেষ্টা করব।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন