ক্লাব এবং বিনিয়োগকারী টানাপোড়েন অতীত। সব মীমাংসা হয়ে যাওয়ার পরও এবার বেনজির কান্ড ইস্টবেঙ্গলে। হঠাৎ করেই ছাঁটাই ইস্টবেঙ্গল বস রবি ফাউলার। বিদেশি বাছাই এখনও চূড়ান্ত হয়নি ইস্টবেঙ্গলে। সূত্রের খবর, বিদেশি বাছাই নিয়েই কোচের সঙ্গে মতভেদ হচ্ছিল ইস্টবেঙ্গলের। শেষপর্যন্ত যা দাঁড়াল বিচ্ছেদে।
বুধবার নাটকীয়ভাবে রবি ফাউলারকে ছেঁটে ফেলে নতুন কোচের নামও চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল। আলেয়ান্দ্র মেনন্দেজ গার্সিয়ার মতই রিয়াল মাদ্রিদ ক্যাসিয়া দলকে কোচিং করানো ম্যানুয়েল মানোলো দিয়াজ এবার লাল হলুদের হটসিটে।
আরও পড়ুন: বেঞ্চারিফার বাগান থেকে ফাউলারের ইস্টবেঙ্গলে! সাত বছর পর সুপারস্টার ফিরলেন কলকাতায়
মানোলো দিয়াজ রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে। যুব ফুটবলে খেলেছেন বিখ্যাত ক্লাবের জার্সিতে। তারপরে রিয়াল মাদ্রিদের যুব দল, ‘বি’ এবং ‘সি’ টিমকে কোচিং করিয়েছেন ১২ বছর ধরে। স্পেনের ফুটবল জগতে মানোলো নামেই পরিচিত তিনি। ইস্টবেঙ্গলে কোচ হয়ে আসার আগে স্প্যানিশ লিগের হারকিউলিসের দায়িত্বে ছিলেন তিনি।
সবমিলিয়ে দু দশকের কোচিং কেরিয়ারে ৩২৮ ম্যাচে জয়ের হার ৪১.৭৭ শতাংশ। শেষবার রিয়াল মাদ্রিদ ক্যাসিয়ার দায়িত্বে থাকাকালীন (২০১৮-১৯ মরশুম) জয়ের হার ৪৬.৬৬ শতাংশ।
কলকাতার বিখ্যাত ক্লাবে কোচিংয়ের দায়িত্ব পেয়েই মানোলো জানিয়ে দিয়েছেন, “মাদ্রিদে আমরা বলে থাকি, আমাদের ডিএনএ-তেই জয় রয়েছে! বড় ক্লাবে কোচিং করানোর সঙ্গে যে প্রত্যাশার চাপ থাকে, তা আমরা উপভোগ করি। হাতে একদমই সময় নেই। কঠিন সময় অপেক্ষা করছে। তবে আমরা সেরাটা দিয়ে ক্লাবকে আইএসএলে ভাল জায়গায় রাখতে চেষ্টা করব।”
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন