Advertisment

আইলিগ চ্যাম্পিয়ন তারকাকে সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের! বিরাট ঘোষণা লাল হলুদের

ইস্টবেঙ্গল জানুয়ারি উইন্ডোর শেষ দিনে সই করালো আইলিগ জয়ী ডিফেন্ডার নাওচা সিংকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ডার্বি হারের ৪৮ ঘন্টা মধ্যেই দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল রক্ষণ সংগঠনকে আরও জোরদার করার কাজে লেগে পড়ল। মুম্বই সিটি এফসি থেকে লোনে নেওয়া হল নাওচা সিংকে। যিনি আবার আইলিগ জয়ী ডিফেন্ডার।

Advertisment

২০২০/২১ মরশুমে নাওচা সিং গোকুলাম কেরালার জার্সিতে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই সিজনে প্রত্যেক ম্যাচেই খেলেছিলেন মণিপুর থেকে উঠে আসা এই তারকা। তার আগে ২০১৯-এ গোকুলাম কেরালার জার্সিতে ফুল ফুটিয়েছিলেন ডুরান্ড কাপে।

আরও পড়ুন: ইস্ট-মোহনই শেষ নয়, কিয়ানকে ভারতের জার্সিতে দেখতে চাই, বলছেন গর্বিত জামশিদ

নেরোকা এফসির যুব দল থেকে উত্থান নাওচার। তারপরে ট্রাউ এফসি-তে নাম লেখান। ২০১৮/১৯ মরশুমে ফের একবার নেরোকায় প্রত্যাবর্তন করেন। ফুল ব্যাক হিসাবে বেশ নির্ভরযোগ্য তিনি।

২২ বছরের তারকা ইস্টবেঙ্গলে সই করে বলে দিয়েছেন, "ইস্টবেঙ্গলের জার্সিতে নামার জন্য মুখিয়ে রয়েছি। ঐতিহ্যবাহী তো বটেই দলের ইতিহাসও প্রাচীন। দলে গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা করব।"

আরও পড়ুন: মেসিই অনুপ্রেরণা, বলছেন ডার্বি রূপকথার হ্যাটট্রিক নায়ক কিয়ান নাসিরি

হেড কোচ মারিও রিভেরা জানিয়ে দিয়েছেন, "নাওচা শক্তিশালী কোয়ালিটি ডিফেন্ডার। ইস্টবেঙ্গলে ওঁর মত তারকাকে পেয়ে আমাদের ভালো লাগছে। খুব অল্প বয়সেই সাফল্যের স্বাদ পেয়েছে ও। বড় ক্লাবে খেলার খেলার গুরুত্ব কতটা, সেটাও ও জানে।"

বুধবার ইস্টবেঙ্গল তিলক ময়দান স্টেডিয়ামে নামছে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Football Kolkata Football East Bengal Club ISL East Bangal East Bengal Eastbengal
Advertisment