ইস্টবেঙ্গল: ০
জামশেদপুর এফসি: ১ (ঈশান পন্ডিতিয়া)
মাত্র এক বিদেশিকে নামিয়ে রেনেডির ইস্টবেঙ্গল রুখে দিয়েছিল মুম্বই সিটি এফসির মত তারকা খচিত দলকে। এবার পুরো স্বদেশীয়দের দিয়ে গড়া ইস্টবেঙ্গল শেষ মুহূর্তের গোলে হেরে বসল জামশেদপুর এফসির বিপক্ষে। ৮৯ মিনিটে ম্যাচের একমাত্র গোল করে যান ঈশান পন্ডিতিয়া।
ম্যাচের আগেই রেনেডি জানিয়ে দিয়েছিলেন স্বদেশী ব্রিগেড নিয়েই ইস্পাত নগরীর দলের বিরুদ্ধে নামবে লাল হলুদ। সেই মতই মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম জয়ের খোঁজে নামিয়ে দিয়েছিলেন ১১ জন দেশি তারকাকে। প্রায় আটকেও দিয়েছিলেন এলি সাবিয়া, পিটার হার্টলে, গ্রেগ স্টিওয়ার্টদের দলকে। তবে শেষ রক্ষা হল না।
ম্যাচের প্ৰথম থেকেই ইস্টবেঙ্গলের কৌশল ছিল প্রতি আক্রমণে বিপক্ষের অর্ধে জোরালো আক্রমণ শানানো। অন্যদিকে বল পজেশন থেকে আক্রমণে জামশেদপুরের প্রাধান্য ছিল অনেক বেশি।
দুই দলই বিরতির আগে একাধিক সুযোগ পায়। তবে কাজে লাগাতে পারেনি। ৫৮ মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বেরিয়ে যান আদিল খান। বদলে নামেন ড্যারেন সিডওয়েল। ৬৫ মিনিটে নাওরেমকে বসিয়ে বলবন্তকেও নামিয়ে দেন রেনেডি। তবে গোলের দেখা পাওয়া যায়নি।
৮৯ মিনিটে গ্রেগ স্টিওয়ার্টের কর্ণারে মাথা ছুঁইয়ে জয়সূচক গোল করে যান ঈশান পন্ডিতিয়া। মঙ্গলবারের জয়ে জামশেদপুর লিগ তালিকায় শীর্ষে পৌঁছে চলে গেল ১৭ পয়েন্ট নিয়ে।
কোচের দায়িত্বে জামশেদপুর ম্যাচই ছিল রেনেডির শেষ ম্যাচ। পরের ম্যাচেই কোচের ডাগআউটে বসবেন মারিও। শেষ ম্যাচে হারতে হল রেনেডিকে, এটাই আক্ষেপের।
ইস্টবেঙ্গল: অরিন্দম ভট্টাচার্য, হীরা মন্ডল, আদিল খান, অঙ্কিত মুখোপাধ্যায়, মহম্মদ রফিক, সৌরভ দাস, হামতে, হাওকিপ, আঙ্গুসানা, অমরজিৎ সিং কিয়াম, নাওরেম মহেশ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন