কিবুকে সরিয়ে ইউরোপা লিগের তারকাকে কোচ করল কেরালা! হাইপ্রোফাইল কোচ ব্লাস্টার্সদের সংসারে

তাঁর সহকারী হয়ে কেরালা ব্লাস্টার্সে আসছেন বেলজিয়ান প্যাট্রিক ভ্যান কেটস। যাঁর সিভিতে রয়েছে ১৫ বছরের কোচিং করার অভিজ্ঞতা।

তাঁর সহকারী হয়ে কেরালা ব্লাস্টার্সে আসছেন বেলজিয়ান প্যাট্রিক ভ্যান কেটস। যাঁর সিভিতে রয়েছে ১৫ বছরের কোচিং করার অভিজ্ঞতা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কিবু ভিকুনার সঙ্গে আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এবার কেরালা ব্লাস্টার্স হেড কোচ করে আনল সার্বিয়ার ইভান ভুকোম্যানোভিচকে। বেলজিয়াম, স্লোভাকিয়া, সাইপ্রাসের শীর্ষসারির ক্লাবে কোচিংয়ের অভিজ্ঞতা থাকা ভুকোম্যানোভিচ প্রথম সার্বিয়ান হিসাবে আইএসএলে কোচ হচ্ছেন।

Advertisment

৪৩ বছরের স্লোভাক কোচ বেলজিয়ান ক্লাব স্ট্যান্ডার্ড লিগে কোচিং জীবন শুরু করেন সহকারী হিসাবে। তারপরেই হেড কোচের দায়িত্ব পান পরের মরশুমে। তাঁর কোচিংয়েই স্ট্যান্ডার্ড লিগা ইউরোপা লিগে টানা দুবার যোগ্যতা অর্জন করেন। চলতি বছরের নভেম্বরেই আইএসএল আয়োজিত হওয়ার কথা। তাঁর আগেই তিনি ভারতে আসবেন কেরালার দায়িত্ব নিতে।

আরো পড়ুন: দুরন্ত ডেনমার্ককে থামিয়ে নায়ক ডিব্রুইন, দ্বিতীয় দ্রুততম গোলেও হার এরিকসেনের দলের

Advertisment

স্ট্যান্ডার্ড লিগার পরে তিনি কোচ হন এসকে স্লোভান বাতিস্লাভা (স্লোভাক সুপার লিগে), সাইপ্রাসের প্রথম ডিভিশনের ক্লাব এপোলো লিমাসনের। স্লোভান বাতিস্লাভার হয়ে স্লোভাকিয়া ন্যাশনাল কাপ-ও জেতেন।

কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব পেয়ে তিনি বলে দিয়েছেন, "ওদের দৃষ্টিভঙ্গিতে পেশাদারিত্বের ছাপ রয়েছে। এটা আমার ভালো লেগেছে। তারপর ওদের বিপুল ফ্যানবেস দেখে দায়িত্ব নিতে বিন্দুমাত্র দ্বিধা করিনি। তারপরেই কেবিএফসি পরিবারের সদস্য হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। আশা করি সবাই একসঙ্গে কাজ করে সুন্দর এই ক্লাবকে গর্বিত করতে পারব।"

কোচিংয়ে আসার আগে পেশাদারি ফুটবল জীবনেও শীর্ষ পর্যায়ের ফুটবলে অংশ নিয়েছেন। ডিফেন্ডার হলেও হোল্ডিং মিডফিল্ডার হিসাবে খেলেছেন। ১৫ বছরের লম্বা কেরিয়ারে ভুকোম্যানোভিচ খেলেছেন ফরাসি ক্লাব বোর্দে এফসি, জার্মানির এফসি কোলনে, বেলজিয়ামের রয়্যাল এন্টোয়ার্প, রাশিয়ার ডায়নামো মস্কো, সার্বিয়ার রেড স্টার বেলগ্রেডের মত শীর্ষসারির ক্লাবে।

তাঁর সহকারী হয়ে কেরালা ব্লাস্টার্সে আসছেন বেলজিয়ান প্যাট্রিক ভ্যান কেটস। যাঁর সিভিতে রয়েছে ১৫ বছরের কোচিং করার অভিজ্ঞতা। ফ্রান্স এবং বেলজিয়ামের একাধিক ক্লাবে সহকারী কোচের ভূমিকা পালন করেছেন তিনি।

গত মরশুমের শেষের পরেই ক্লাবের তরফে ব্যক্তিগত ট্রেনিং ক্যাম্প আয়োজন করা হয়েছিল, যাতে ফুটবলাররা অফসিজনে ফিট থাকতে পারেন। সামনের কয়েক সপ্তাহের মধ্যেই ভুকোম্যানোভিচ ভারতে চলে আসছেন। তারপরেই প্রি-সিজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কেরালা ব্লাস্টার্সের পক্ষ থেকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Football ISL