রবিবারই বড় ঘোষণা! মহামেডানের কোচিং স্টাফকে এবার নিল ইস্টবেঙ্গল

মিহির সাওয়ান্ত এবার ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ হলেন। আইলিগে কোচিংয়ের অভিজ্ঞতা থাকা তারকাকে নতুন দায়িত্বে আনল ইস্টবেঙ্গল।

মিহির সাওয়ান্ত এবার ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ হলেন। আইলিগে কোচিংয়ের অভিজ্ঞতা থাকা তারকাকে নতুন দায়িত্বে আনল ইস্টবেঙ্গল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ফের কোচ বদল ইস্টবেঙ্গলে। মরশুম শুরুর আগে লেসলি ক্লিভলেকে গোলকিপার কোচ হিসেবে নিয়োগ করেছিল ইস্টবেঙ্গল। তবে হেড কোচ মানোলো দিয়াজের সঙ্গেই প্রস্থান ঘটেছে ক্লিভলের। প্ৰথম এগারো ম্যাচে গোলকিপিং কোচ ছিলেন লেসলি। তার জায়গায় নতুন গোলকিপার কোচ হলেন মিহির সাওয়ান্ত।

Advertisment

আইএসএলে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও মিহির এর আগে আইলিগে গোকুলম কেরালার গোলকিপার কোচের ভূমিকা পালন করেছেন। তারপরে জামশেদপুর এফসি, চার্চিল ব্রাদার্সেও কোচিং করিয়েছেন। মহামেডান এফসি থেকে এবার নাম লেখালেন সরাসরি লাল হলুদ ব্রিগেডে।

আরও পড়ুন: পরিস্থিতির কারণে নেতৃত্ব থেকে সরলাম! টুইটে বিস্ফোরণ ঘটিয়ে পদত্যাগ ইস্টবেঙ্গল অধিনায়কের

Advertisment

ইস্টবেঙ্গলে নয়া দায়িত্ব পেয়ে মিহির জানিয়ে দিয়েছেন, "ভারতের অন্যতম বড় ক্লাব ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। আসন্ন চ্যালেঞ্জের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। স্কোয়াডে বেশ কয়েকজন দারুণ গোলকিপার রয়েছেন। ওঁদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি দলের উন্নতিতে কাজে আসব।"

জানুয়ারির ১৯-এ ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Eastbengal East Bengal Indian Football East Bangal ISL East Bengal FC