/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/Subhash_Kiyan.jpg)
কিংবদন্তি সুভাষ ভৌমিক প্রয়াত হয়েছেন কিছুদিন আগে। তবে ৪৮ ঘন্টা আগে ডার্বি জয়েও সেই শোকের প্রহর কিছুতেই কমছে না। মোহনবাগান তাই ডার্বি জয়ের আবহেই ঘোষণা করে দিল বড়সড়।
ক্লাবের তরফে জানিয়ে দেওয়া, এবার থেকে ক্লাবের সেরা ফরোয়ার্ড পুরস্কার প্রাপক সুভাষ ভৌমিকের নামে দেওয়া হবে। বর্তমানে সেরা ডিফেন্ডারকে জার্নেল সিং-য়ের নামে পুরস্কার দেওয়া হয়। ২৯ জুলাই মোহনবাগান দিবসে সেই পুরস্কারের তালিকায় সংযোজন ঘটানো হচ্ছে সুভাষ ভৌমিকের নামাঙ্কিত নতুন এই সম্মান।
আরও পড়ুন: ইস্ট-মোহনই শেষ নয়, কিয়ানকে ভারতের জার্সিতে দেখতে চাই, বলছেন গর্বিত জামশিদ
বিদেশ বোস, মানস ভট্টাচার্য এবং সত্যজিৎ চট্টোপাধ্যায়দের দিয়ে গড়া টেকনিক্যাল সোমবারই জানিয়ে দিল, প্ৰথম বছরেই সেরা ফরোয়ার্ডের সম্মান পাবেন ডার্বিতে হ্যাটট্রিক করে সোনার ইতিহাস গড়া কিয়ান নাসিরি। কলকাতা ডার্বির ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসাবে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন জামশিদ-পুত্র। তারপরেই ক্লাবের তরফে বড়সড় ঘোষণা করা হল এদিন।
Dressing room scenes after @Kiyannassiri scored his hattrick in the Kolkata Derby 💯💚♥️
Well done, boy!#ATKMohunBagan#JoyMohunBagan#AmraSobujMaroonpic.twitter.com/LtElQPme10— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 31, 2022
সুভাষ ভৌমিক বরাবর তরুণ ফুটবলার তুলে আনায় জোর দিতেন। কোচ হিসেবে একাধিক ফুটবলারকে তারকা-খ্যাতিতে পৌঁছে দিয়েছেন। সুভাষ ভৌমিকের হাতে গড়া অনেক ফুটবলারই দেশের জার্সিতে খেলেছেন। নাসিরি জুনিয়রকে প্ৰথমবারের সুভাষ-সম্মান সেই ঐতিহ্যের পরম্পরাই বয়ে নিয়ে যাবে ময়দানি ফুটবলে। আশাবাদী বাগান কর্তারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন