আইএসএলের প্ৰথম পর্বের পরে সম্ভবত নিজের দেশ ফিজিতে উড়ে যাচ্ছেন তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণ। ২০২২-এ ওশেনিয়া গ্রুপে বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলা রয়েছে ফিজির। তার জন্য আগামী সপ্তাহ থেকেই প্রস্তুতি ক্যাম্প চালু করতে চলেছেন ফিজির জাতীয় দলের কোচ ফ্লেমিং সেরিতস্লেভ। তিনিই জানিয়েছেন, এটিকে মোহনবাগান তারকা জানুয়ারিতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
ফিজি সান-কে দেওয়া সাক্ষাৎকারে সেরিতস্লেভ জানিয়েছেন, "আগামী সোমবার থেকে ক্যাম্প চালু হচ্ছে। বিদেশের লিগে একমাত্র রয়ই খেলে। জানুয়ারির ১০ তারিখের মধ্যে বিদেশের লিগে ফুটবলারদের দলে যোগ দিতে হবে। যাতে কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারে। কোভিড ১৯ প্রোটোকলের মধ্যে এর থেকে বেশি শিথিলতা আনা সম্ভব নয়।"
আরও পড়ুন: এতটাও খারাপ দল নই আমরা! চেন্নাই ম্যাচের আগে বড়সড় তোপ হাবাসের
ঘটনা হল, জানুয়ারিতে কৃষ্ণ এটিকে মোহনবাগান শিবির ছাড়লে নিঃসন্দেহে বিপাকে পড়বেন হাবাস। বরাবরের মত এবারেও দলের অন্যতম সেরা অস্ত্র তিনি। চলতি আইএসএলে সমস্ত ম্যাচেই প্ৰথম একাদশে খেলেছেন তিনি। ঘটনা হল, আইএসএলে প্ৰথম পর্বে এটিকে মোহনবাগান শেষ ম্যাচ খেলবে ওড়িশা এফসির।বিরুদ্ধে, ৮ জানুয়ারি। সেই ম্যাচ খেলেই দেশে ফিরে যেতে এমনিতে সমস্যা হওয়ার কথা নয় কৃষ্ণের।
আরও পড়ুন: এগিয়ে গিয়েও ড্র হাবাসদের! জয়ের দেখা নেই বাগানে
তবে প্ৰথম পর্বের পরে রয় কৃষ্ণ দল ছাড়লে দ্বিতীয় পর্বে সব ম্যাচে তারকাকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এতেই সিঁদুরে মেঘ দেখছে সবুজ মেরুন শিবির। এমনিতে সন্দেশ জিংঘানকে বিদেশের লিগে খেলার ছাড়পত্র দেওয়ার সমস্যা হাড়ে হাড়ে টের পাচ্ছেন হাবাস। রয় কৃষ্ণ দল ছাড়লে আক্রমণ অনেকটাই যে ভোঁতা হয়ে যাবে, তা নিয়ে সন্দেহ নেই।
জানা যাচ্ছে, ক্লাব ম্যানেজমেন্টের পক্ষ থেকে।সেক্ষেত্রে ফিজি জাতীয় ফুটবল সংস্থার সঙ্গে আলোচনা চালাতে হবে। ওশেনিয়া গ্রুপের কোয়ালিফায়ার পর্ব শুরু হচ্ছে মার্চের ১৪ থেকে। ফিজির সঙ্গে বি গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং নিউ ক্যালেডনিয়া। ততদিন আইএসএলের ফাইনাল শেষ হয়ে যাবে। এটিকে মোহনবাগানের তরফে ফিজি জাতীয় ফুটবল সংস্থাকে বোঝানোর চেষ্টা হতে পারে, ক্যাম্পে যোগ না দিয়ে সরাসরি আইএসএল সম্পন্ন করে জাতীয় দলে যোগ দিক কৃষ্ণ। কিন্তু ফিজি ফেডারেশন এতে রাজি হবে কিনা, সেটাই প্রশ্ন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন