ডার্বির হার ভুলে মঙ্গলবার তিলক ময়দানে ইস্টবেঙ্গল এবার মুখোমুখি হচ্ছে ওড়িশা এফসির। প্ৰথম ম্যাচে ওড়িশা এফসি জাভি হার্নানডেজের জোড়া গোলে বধ করেছিল বেঙ্গালুরু এফসির মত দলকে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও জয়ের সেই ধারা বজায় রাখতে চাইবে ওড়িশা।
ইস্টবেঙ্গল আবার ডার্বির হারের ৭২ ঘন্টার মধ্যেই খেলতে নামছে। শারীরিক তো বটেই মানসিকভাবে এমন হারে বিধ্বস্ত ইস্টবেঙ্গল শিবির। রিকভারির জন্য পর্যাপ্ত সময় না পাওয়াটাই বারবার প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে বলে গেলেন কোচ দিয়াজ। "এটিকে মোহনবাগান ম্যাচের একাদশে বেশ কিছু বদল ঘটছে। কারণ প্ৰথম একাদশে যাঁরা খেলেছিলেন তাঁরা রিকভারির জন্য মাত্র একদিন পেয়েছে।" বলছিলেন তিনি।
আরও পড়ুন: পরপর দু ম্যাচে গোলের কোনটা সেরা! ডার্বি মাতানোর পরেই মুখ খুললেন লিস্টন
ডার্বিতে চোট পেয়েছিলেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। তাঁর পরিবর্তে নেমে তেকাঠির নিচে নজর কেড়েছিলেন শুভম সেন। তিনিই ওড়িশা ম্যাচে প্ৰথম একাদশে থাকছেন। একথা কনফার্ম করলেন ইস্টবেঙ্গল কোচ। ওড়িশা ম্যাচে প্ৰথম একাদশে দেখা যেতে পারে আদিল খানকেও। সেই ইঙ্গিত দিয়ে মানোলো দিয়াজের বক্তব্য, "যাঁরা সেরাটা দিয়ে দলকে জেতাতে পারবে, তাঁদেরকেই শুরুর একাদশে রাখা হবে। সকলেই মাঠে নামার সুযোগ পাবে।"
ডার্বিতে লাল হলুদের নিষ্ফলা আক্রমণভাগ নিয়ে সমালোচনার ঝড় উঠে গিয়েছে। তবে দলের ফরোয়ার্ডদের পাশেই দাঁড়াচ্ছেন রিয়াল মাদ্রিদ ক্যাসিয়ার প্রাক্তন বস। তিনি বলেছেন, "দল সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। সেই কারণে আমাদের স্ট্রাইকাররা গোল করার বেশি সুযোগ পায়নি।"
ডার্বির কুৎসিত হার ভুলে আপাতত তিন পয়েন্টকেই যে পাখির চোখ করছেন লাল হলুদ কোচ ম্যানুয়েল দিয়াজ, তা স্পষ্ট। সাংবাদিক সম্মেলনে তিনি বলে দিচ্ছেন, "আমাদের লক্ষ্যই থাকছে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। আগের ম্যাচে ভাল জিনিস যাতে চালিয়ে যেতে পারি এবং অতীতের ভুলের যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন