Advertisment

ডার্বির পরেও হার ইস্টবেঙ্গলের, জিতে প্রথম চারে নর্থইস্ট

ডার্বি ম্যাচে হারের পর এই প্রথমবার মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। আগের ম্যাচে শোচনীয়ভাবে পরাস্ত হয় লাল হলুদ ব্রিগেড।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইস্টবেঙ্গল: ১ (সার্থক গলুই)

Advertisment

নর্থইস্ট ইউনাইটেড: ২ (সুহের, সার্থক গলুই-আত্মঘাতী)

ডার্বির পরেও ফের একবার হার ইস্টবেঙ্গলের। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেল লাল হলুদ। ডার্বির দল খোলনলচে বদলে ফেলেও দলের হার এড়াতে পারলেন না কোচ ফাউলার।

সার্থক গলুই ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল করলেন। তবে দিনের শেষে তিনিই খলনায়ক। আত্মঘাতী গোল করে দলের হার তার পায়েই। এদিন মোহনবাগানের ম্যাচের একাদশ থেকে আটটা পরিবর্তন ঘটিয়ে দল সাজিয়েছিলেন কোচ। সার্থক গলুই, রাজু গায়কোয়াড এবং ম্যাটি স্টেইনম্যান বাদে আগের ম্যাচের কোনো ফুটবলারকে রাখা হয়নি।

ফতোরদায় এদিন শুরু থেকেই দুই দল বল পজেশনে জোর দিয়েছিল। তবে নর্থ ইস্ট ইউনাইটেড বারংবার আক্রমণ শানায় ইস্টবেঙ্গল অর্ধে।

বিরতির পরেই হাইল্যান্ডারদের হয়ে গোল করে যান লাল হলুদের জার্সিতে কয়েকবছর আগে খেলে যাওয়া ভিপি সুহের। তবে এর পরেই ৫৫ মিনিটে সার্থক গলুই নিজেদের জালে বল জড়িয়ে দেন ক্লিয়ার করতে গিয়ে।

৮৭ মিনিটে সার্থক গলুই-ই ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল করে যান।

এদিনের হারে ইস্টবেঙ্গল লিগ টেবিলে নয় নম্বরে রইল। অন্যদিকে, জিতে প্রথম চারে ঢুকে পড়ল নর্থইস্ট ইউনাইটেড।

আরো পড়ুন: মনীশ পান্ডের আন্তর্জাতিক কেরিয়ার প্রায় শেষ! ঠিক হয়ে গেল শনিবারই

ইস্টবেঙ্গল: মিরশাদ, স্কট নেভিল, রাজু গায়কোয়াড, সার্থক গলুই, বিকাশ জাইরু, ম্যাটি স্টেইনম্যান, অজয় ছেত্রী, মহম্মদ রফিক, তোম্বা সিং, হ্যালওয়ে, জেজে লালপেখলুয়া

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

East Bengal ISL
Advertisment