এটিকে মোহনবাগান: ২ (লিস্টন, মনবীর)
বেঙ্গালুরু এফসি: ০
ডেভিড উইলিয়ামস নেই, রয় কৃষ্ণ-ও বাইরে। দলের লাইন আপ ঘাবড়ে দিয়েছিল অতি বড় সবুজ মেরুন সমর্থকদেরও। তবে তিনি আছেন, লিস্টন কোলাসো। গোটা টুর্নামেন্টের মতই সুপার কোলাসোয় হার মানল মার্কো পিজ্জাওলির বেঙ্গালুরু এফসি। সারা ম্যাচে দাপিয়ে খেললেন। গোল করলেন। বাগানও জোড়া গোলে জিতে আরও ভাল পজিশনে চলে গেল।
শেষ দুই ম্যাচে ড্র করে মাত্র দু পয়েন্ট ঘরে তুলেছিল হুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগান। শেষ চারের জন্য রবিবারের ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল মাস্ট উইন। বেঙ্গালুরু ছয় নম্বরে থেকে খেলতে নেমেছিল। হারে অবশ্য প্লে অফের স্বপ্ন এদিনই শেষ হয়ে গেল সুনীল ছেত্রীদের।
আরও পড়ুন: পোল্যান্ড বর্ডার পেরোতে পারব কিনা জানি না! আতঙ্কের ভিডিওয় EXCLUSIVE ইউক্রেন ফিজিও
আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেছিল দুই দল-ই। আর প্ৰথম থেকেই বেঙ্গালুরুর ফাইনাল থার্ডে ভয়ের সঞ্চার করছিলেন লিস্টন। অনবদ্য গতিতে বারবার বেঙ্গালুরু ডিফেন্সকে নাস্তানাবুদ করছিলেন তারকা।
কৃষ্ণ, উইলিয়ামসের অনুপস্থিতিতে জ্বলে ওঠার কথা ছিল বৌমাসেরও। তবে তিনি এদিনও নিষ্প্রভ। হাফটাইমের আগেই কোচ তুলে নিতে বাধ্য হলেন তারকাকে।
প্রথমার্ধের সংযোজিত সময়ে লিস্টন গোল করে যান। বক্সের ঠিক বাইরে তিরির পাস পেয়ে এগোচ্ছিলেন। সেই সময়েই লিস্টনকে ফাউল করে বসেন কোস্তা। আর সেই ফ্রিকিক থেকে টুর্নামেন্টের অন্যতম সেরা গোলে বাগানকে এগিয়ে দেন তারকা।
দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ পেয়েছিল। তবে শেষমেশ ৮৫ মিনিটে এটিকে মোহনবাগান ২-০ করে বেঙ্গালুরুর কফিনে শেষ পেরেক পুঁতে দেন।
১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিন নম্বর পজিশন ধরে রাখল মেরিনার্সরা।
এটিকে মোহনবাগান:
অমরিন্দর সিং, সন্দেশ জিংঘান, প্রীতম কোটাল, তিরি, শুভাশিস বোস, কার্ল ম্যাকহিউ, জনি কাউকো, হুগো বৌমাস, আশুতোষ মেহতা, লিস্টন কোলাসো, মনবীর সিং